শহরের ব্যস্ত রাস্তায় শিশুর জন্ম দিল মা, 'দাইমা' হল পুলিস

হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় পুলিসি ঘেরাটোপে গৃহহীন মা জন্ম দিলেন নিজের সন্তানের। পরে পুলিসের তৎপরতায়ই মা ও শিশু, দুজনকেই নিয়ে যাওয়া হয় কিং কোটো হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাঁরা দুজনেই এখন সুস্থ।

Updated By: Apr 21, 2016, 03:01 PM IST
শহরের ব্যস্ত রাস্তায় শিশুর জন্ম দিল মা, 'দাইমা' হল পুলিস

ওয়েব ডেস্ক: হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় পুলিসি ঘেরাটোপে গৃহহীন মা জন্ম দিলেন নিজের সন্তানের। পরে পুলিসের তৎপরতায়ই মা ও শিশু, দুজনকেই নিয়ে যাওয়া হয় কিং কোটো হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাঁরা দুজনেই এখন সুস্থ।

নারায়ণগুদা পুলিসের কাছে খবর এসেছিল, একজন গর্ভবতী মহিলা যন্ত্রণায় কাতর হয়ে রাস্তায় শুয়ে আছেন আর চিৎকার করছেন। কোনও সময় নষ্ট না করেই, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিন জন মহিলা কনস্টেবলকে পাঠায় পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। কোনও উপায় না পেয়ে, রাস্তার পাশেই শাড়ি আর বিছানার চাদর দিয়ে একটা অস্থায়ী শ্রম রুম তৈরি করে তাঁরা, আর সেখানেই একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন মা। দাইমার কাজ করেন ওই তিন পুলিস কনস্টেবল। পরে মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, দুজনেই এখন সুস্থ।
  

.