প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে দেখা করলেন হার্দিক প্যাটেল

সোমবার সকালে আমদাবাদের কার্যালয় থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তোগাড়িয়া। একজন জেড প্লাস শ্রেণির নিরাপত্তাধারী কী ভাবে গায়েব হয়ে গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয় গোটা দেশ জুড়়ে। পরে তাঁকে একটি অটো রিক্সা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। 

Updated By: Jan 16, 2018, 05:35 PM IST
প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে দেখা করলেন হার্দিক প্যাটেল

ওয়েব ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়ার সঙ্গে হাসপাতালে দেখা করলেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল ও কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া। মঙ্গলবার আমদাবাদের হাসপাতালে গিয়ে তোগাড়িয়ার সঙ্গে দেখা করেন তাঁরা। এদিনই এক বিস্ফোরক দাবি করে তোগাড়িয়া বলেছিলেন, তাঁকে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপির একাংশ।

সাক্ষাত্ সেরে বেরিয়ে হার্দিক বলেন, 'আমাদের সঙ্গে ওনার একাধিক বিষয়ে মতনৈক্য রয়েছে। তবে এই বিষয়ে আমরা একমত। অমিতভাই ও নরেন্দ্রভাইয়ের নেতৃত্বে কী ভাবে ষড়যন্ত্রের জাল বোনা হয় তা সবাই জানেন। আর আরএসএস যে তোগাড়িয়ার বিরুদ্ধে তাও কারও অজানা নয়।'

আরও পড়ুন - হজযাত্রায় ভর্তুকি বন্ধ করল মোদী সরকার

সোমবার সকালে আমদাবাদের কার্যালয় থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তোগাড়িয়া। একজন জেড প্লাস শ্রেণির নিরাপত্তাধারী কী ভাবে গায়েব হয়ে গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয় গোটা দেশ জুড়়ে। পরে তাঁকে একটি অটো রিক্সা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিন হার্দিক বলেন, 'ভেবে দেখুন যে রাজ্যে জেড প্লাস শ্রেণির নিরাপত্তাধারীকে প্রাণভয়ে পালাতে হয় সেখানে সাধারণ মানুষের অবস্থা কেমন।'

মঙ্গলবার সকালে নিজের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে চোখে জল চলে আসে তোগাড়িয়ার। তিনি বলেন, 'আমাকে ২০ বছরের পুরনো মামলায় নিশানা করা হচ্ছে। আমার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। রাজস্থান পুলিশের দল আমাকে গ্রেফতার করতে এসেছিল। আমাকে গুলি করে মারার পরিকল্পনা ছিল তাদের।'

 

.