দেশ জুড়ে পালিত মহাত্মা জন্মদিবস
জনমহাত্মা গান্ধীর আজ একশ তেতাল্লিশতম জন্ম জয়ন্তি। এই উপলক্ষ্যে সারা দেশজুড়েই পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন দেশের বিশিষ্ট নেতা-নেত্রীরা।
জনমহাত্মা গান্ধীর আজ একশ তেতাল্লিশতম জন্ম জয়ন্তি। এই উপলক্ষ্যে সারা দেশজুড়েই পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন দেশের বিশিষ্ট নেতা-নেত্রীরা।
সকালেই বাপুজির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং,কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ও বিজেপি নেতা এল কে আডবাণী। জাতির জনককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে, দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনিও। গুজরাটের সবরমতি আশ্রমেও সকাল থেকেই শুরু চলছে গান ও প্রার্থনা সঙ্গীত।এছাড়াও আজ দিনভর সারা দেশজুড়েই জাতির জনককে শ্রদ্ধা জানাবে দেশবাসী।