''ইন্দিরার পর মমতা,'' ২৪ ঘণ্টাকে বললেন হার্দিক পটেল
অমিত শাহ-নরেন্দ্র মোদীকে বেগ দিচ্ছেন আর এক গুজরাটি। ২৪ বছরের হার্দিক পটেলের সঙ্গে কথা বললেন ২৪ ঘণ্টার প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত।
কমলিকা সেনগুপ্ত
গুজরাটে নরেন্দ্র মোদীকে টেক্কা দিচ্ছেন 'তরুণ তুর্কি'। ২৪ বছরের হার্দিক পটেলের সভায় ভিড় রাতের ঘুম কেড়ে নিয়েছে অমিত শাহদের। গুজরাটে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন হার্দিক। জনসভায় তাঁর প্রবেশ একেবারে বলিউডি কায়দায়। বাজছে জোধা-আকবর ছবির গান 'আজিম ও শাহ শাহেন শা', হলুদ পাগড়ি পরে মঞ্চে উঠলেন হার্দিক। কে বলবে, বয়স মাত্র ২৪! প্রচারের ব্যস্ততার মাঝেই হার্দিক পটেলের সঙ্গে কথা বললেন ২৪ ঘণ্টার প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত।
মাত্র ২৪ বছর বয়সে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন আপনি। লড়াই কেমন উপভোগ করছেন?
হার্দিক পটেল: মানুষের বিরুদ্ধে লড়াই করছি। ভগবানের বিরুদ্ধে নয়। প্রতিটি মানুষই নিজের দমে উপরে উঠেছেন। উনিও পৌঁছেছেন। তবে উনি তো কোথাও ভুল করেছেন। সেজন্যই লড়তে হচ্ছে। সর্দার বল্লভভাই পটেলও দেশকে একজোট করেছিলেন। কেউ ভাল কাজ করলে ঠিক আছে। তবে ঠিক না হলে লড়াই করা উচিত। তা সে সামনে ঔরঙ্গজেব হোক বা নরেন্দ্র মোদী। এটা জীবনমরণ লড়াই। ওরা অহংকারী। আমরা অধিকার চাই। ১৯ তারিখে অহংকারীদের পরাজয় হবে। গুজরাটের মানুষ জিতবেন।
আপনি জাতপাতের রাজনীতি করেন।
হার্দিক পটেল: ভারতে অনেক জাতি। সবাইকে দেখতে হয়।
আপনাকে নিয়ে সেক্স সিডি কি প্রভাব ফেলবে ভোটে?
হার্দিক পটেল: আমার কোনও ফারাক পড়ে না। এখানে টেস্ট টিউব বেবি কারও হয় না। এটা ভারতের সংস্কৃতি। আমার ভুল কিছু মনে হয় না।
নরেন্দ্র মোদীকে হারাতে পারবেন? আপনি কেন সামনে আসছেন না? কেন সক্রিয় রাজনীতিতে নেই?
হার্দিক পটেল: রাবণের মৃত্যু ছিল ওর নাভিতে। ২৪ সাল কা হুঁ। দুধ কা দাঁত দো-তিন দিন পেহলে টুটা হ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আপনার ফোনে কথা হয়। ২০১৯ সালের লড়াইয়ে কী হবে?
হার্দিক পটেল: মমতা দিদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। উনি মাটির মানুষ। আমায় নিয়মিত পরামর্শ দেন। ইন্দিরার পর রাজনীতিতে প্রভাবশালী মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মানে অ্যাংরি লেডি, ভাল রাজনীতিক।
আপনিও তো অ্যাংরি ম্যান?
হার্দিক পটেল: জনতার হিতের জন্য হতে হবে। কার সঙ্গে হতে হবে! কেন্দ্রের সঙ্গে লড়তে হবে। মমতা ভাল কাজ করছেন।
গুজরাটে এবার পরিবর্তন হবে?
হার্দিক পটেল: সব জায়গায় হবে।