রাজ ঠাকরে মোদী মুক্ত ভারতের ডাক দিতেই গুজরাটি ব্যবসায়ীদের দোকানে হামলা মুম্বইয়ে
মহারাষ্ট্র নিবনির্মাণ সেনার কর্মীরা এই প্রথম গুজরাটি ব্যবসায়ীদের উপরে হামলা চালাল না। গত বছর জুলাইয়ে সেনা কর্মীরা মুম্বইয়ের দাদারের একটি গহনার দোকান ও মাহিমের একটি হোটেলে হামলা চালায়
নিজস্ব প্রতিবেদন: রাজ ঠাকরে ‘মোদী মুক্ত ভারত’-এর ডাক দিতেই রাস্তায় নেমে পড়ল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। রবিবার শিবাজী পার্কের এক সভায় মোদী মুক্ত ভারতের ডাক দেন সেনা প্রধান রাজ ঠাকরে।
#WATCH MNS workers vandalised Gujarati signboards at shops in Vasai yesterday after Raj Thackeray in his speech last night said 'Vasai feels like Gujarat these days.' pic.twitter.com/XiUGiWV2DT
— ANI (@ANI) March 19, 2018
রবিবার রাতে নবি মুম্বইয়ের ভাসির একাধিক গুজরাটি ব্যবসায়ীদের দোকানে হামলা চালায় এমএনএস কর্মীরা। গভীর রাতে মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতেও গুজরাটি ধাবাগুলির ভাঙচুর করা হয়।
আরও পড়ুন-শ্রীদেবীর মরদেহ তেরঙ্গায় মোড়া জাতীয় পতাকার অপমান, কটাক্ষ রাজ ঠাকরের
মহারাষ্ট্র নিবনির্মাণ সেনার কর্মীরা এই প্রথম গুজরাটি ব্যবসায়ীদের উপরে হামলা চালাল না। গত বছর জুলাইয়ে সেনা কর্মীরা মুম্বইয়ের দাদারের একটি গহনার দোকান ও মাহিমের একটি হোটেলে হামলা চালায়। জেরা করে ওই দোকান ও হোটেল থেকে গুজরাটিতে লেখা সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়।
এনিয়ে মুম্বইয়ের অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার সুনীল দেশমুখ সংবাদ সংস্থায় জানান, দাদারে পি এন গাডগিল জুয়েলার্স-এর সাইনবোর্ড ছিল গুজরাটিতে লেখ। সেটিকে নামিয়ে ফেলতে বাধ্য করা হয়।