Viral Video: শহরে ঘুরে বেড়াচ্ছে সিংহী, ঢুকে পড়ল হোটেলে
যা দেখে হাড়হিম হয়ে যায় তাঁর। কিছুক্ষণের মধ্যে হোটল থেকে বেরিয়ে যায় সিংহী।
নিজস্ব প্রতিবেদন: একটি সিংহী সম্প্রতি জুনাগড় শহরে ঢুকে পড়েছে। ৮ ফেব্রুয়ারি ভোরে জুনাগড়ের এক হোটেলে ঢুকে পড়ে সে। সেখানের CCTV ক্যামেরায় বন্দী হয়েছে গোটা ঘটনা। সেই CCTV ফুটেজ সম্প্রতি ভাইরাল ইন্টারনেটে।
ভিডিওটিতে দেখা যায়, পাঁচতারা হোটেলের দেওয়াল টপকে ঢুকে পড়ে সিংহী। এরপর, দারোয়ানের মনে হয়, কেউ একজন ঢুকলেন। তিনি CCTV-র দিকে নজর দিয়ে দেখার চেষ্টা করেন। যা দেখে হাড়হিম হয়ে যায় তাঁর। কিছুক্ষণের মধ্যে হোটলে থেকে বেরিয়ে যায় সিংহী।
দেখুন ভিডিওতে..
A #lion recently entered the premises of the Sarovar Portico hotel near the #Junagadh railway station, moved around but did not harm anyone. He surely is a royal animal.@GujForestDept @drrajivguptaias @Ganpatsinhv @WWFINDIA pic.twitter.com/zFpQIeYpyb
— Parimal Nathwani (@mpparimal) February 10, 2021
একজন বন কর্মকর্তা জানিয়েছেন, রাতের বেলা শহর অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়লে সিংহীদের হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা রাজস্থানের জুনাগড়ে। জানা গিয়েছে, ওই শহর অঞ্চলে সিংহীর চলাচল বেড়ে গিয়েছে। তাই বন বিভাগ জনসাধারণের জন্য একটি কন্ট্রোল রুম নম্বর চালু করেছে।