হার্দিক প্যাটেলের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য পরোয়ানা
নিজস্ব প্রতিবেদন: প্যাটেল সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল গুজরাটের আদালত। তিনি এনিয়ে দ্বিতীয়বার আদালতে হাজিরা দিলেন না। সে কারণেই জারি হল পরোয়ানা।
২০১৫ সালের জুলাইয়ে সংরক্ষণ আন্দোলনের সময়ে বিজেপির দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছিল হার্দিক প্যাটেলের বিরুদ্ধে। সেই মামলাতেই সমন পাঠানো হয়েছিল তাঁকে। পতিদার আনামত আন্দোলন সমিতির আহ্বায়ক হার্দিক ও আরও ছ'জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হল।
আরও পড়ুন, গুজরাট, হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়
এই মামলায় আগে হার্দিকরা জামিন পেয়েছিলেন। গত ২৫ অক্টোবর তাঁর আইনজীবী রাজেন্দ্র প্যাটেলের মাধ্যমে হার্দিক জানান, সশরীরে হাজিরা দেওয়া থেকে তাঁকে রেহাই দেওয়া হোক। তবে তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত।
গুজরাটে বিধানসভা ভোটের আগে হার্দিক প্যাটেলের সমর্থন জোগাড় করে ফেলেছে কংগ্রেস। প্যাটেল সংরক্ষণ আন্দোলনের নেতা রাহুলের শিবিরে চলে যাওয়ায় আশঙ্কায় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন, বিরোধীদের 'কালা দিবস'-এর জবাবে ৮ নভেম্বর বিজেপির 'কালো টাকা বিরোধী দিবস'