গুজরাতে হ্যাটট্রিক করে দিল্লিতে প্রাসঙ্গিক মোদী

জয়ের হ্যাটট্রিক গড়লেন নরেন্দ্র মোদী। গুজরাতের মণিনগর বিধানসভা থেকে জয়ী হন নরেন্দ্র মোদী। গুজরাত পরিবর্তন পার্টির প্রার্থী শ্বেতা ভটকে ৮৬ হাজার ৩৭৩ ভোটে পরাস্ত করলেন নরেন্দ্র মোদী। গুজরাতের প্রান্তিক এই বিধানসভা কেন্দ্র থেকে জয়যাত্রা অব্যাহত রেখেছেন গুজরাত মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 20, 2012, 08:34 AM IST

জয়ের হ্যাটট্রিক গড়লেন নরেন্দ্র মোদী। গুজরাতের মণিনগর বিধানসভা থেকে জয়ী হন নরেন্দ্র মোদী। গুজরাত পরিবর্তন পার্টির প্রার্থী শ্বেতা ভটকে ৮৬ হাজার ৩৭৩ ভোটে পরাস্ত করলেন নরেন্দ্র মোদী। গুজরাতের প্রান্তিক এই বিধানসভা কেন্দ্র থেকে জয়যাত্রা অব্যাহত রেখেছেন গুজরাত মুখ্যমন্ত্রী।
জয়ের পর মোদী টুইট করে জানিয়েছেন, "পেছনে তাকানোর প্রয়োজন নেই। অফুরন্ত শক্তি, ধৈর্য ও সাহসের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।"
মোট ১৮২টি আসনের মধ্যে জয়ের জন্য ম্যাজিক ফিগার ৯১ আগেই পেরিয়ে নরেন্দ্র মোদীর দল। এই মুহূর্তে ১১৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬২টি আসনে।
আজ সকাল ৮টা থেকে গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। একশো বিরাশিটি আসনের জন্য দু'দফায় হয়েছে ভোটগ্রহণ। গত ১৩ এবং ১৭ ডিসেম্বর নির্বাচন হয়েছে গুজরাতে। ভোট পড়েছে ৭১ শতাংশেরও বেশি।
আজ ৩৩ কেন্দ্রে একযোগে হবে গণনা। এবারের নির্বাচনে গুজরাতে কার্যত ত্রিমুখী লড়াই হয়েছে। বিজেপি এবং কংগ্রেসের পাশাপাশি নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল কেশুভাই প্যাটেলের গুজরাত পরিবর্তন পার্টি। কয়েকটি বুথফেরত সমীক্ষা বলছে, এবারও ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। কেশুভাই ফ্যাক্টরকে হারিয়ে ক্ষমতায় ফিরলে জয়ের হ্যাটট্রিক করবেন তিনি।

.