গুজরাটের মন্দিরে 'মোদী, মোদী মন্ত্রে' রাহুলকে স্বাগত জানাল জনতা

গুজরাটের মন্দিরের বাইরে রাহুলকে দেখে 'মোদী, মোদী' স্লোগান দিল জনতা। 

Updated By: Dec 10, 2017, 02:23 PM IST
গুজরাটের মন্দিরে 'মোদী, মোদী মন্ত্রে' রাহুলকে স্বাগত জানাল জনতা

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে ভোটপ্রচারে বেরিয়ে মন্দিরে মন্দিরে ঘুরছেন রাহুল গান্ধী। রবিবার খেদা জেলার শ্রী রাঞ্চোড়জি মন্দিরে পুজো দিলেন কংগ্রেসের সহ-সভাপতি। মন্দির থেকে বেরোনোর সময় বিড়ম্বনার মুখে পড়লেন রাহুল। তাঁর সামনেই সমস্বরে আওয়াজ উঠল 'মোদী, মোদী'। এর আগেও অবশ্য এমন পরিস্থিতিতে পড়েছিলেন রাহুল গান্ধী। 

গুজরাটে এবার 'নরম হিন্দুত্বে'র কৌশল নিয়েছে কংগ্রেস। প্রচারে বেরিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন রাহুল গান্ধী। নিজেকে শিবভক্ত বলেও ঘোষণা করেছেন। এর আগে সোমনাথ মন্দিরে তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তখন কংগ্রেস দাবি করেছিল, পৈতেধারী হিন্দু সোনিয়া পুত্র। 

আরও পড়ুন- পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করেই কি 'নীচ' মন্তব্য মণিশঙ্করের? প্রশ্ন বিজেপির

কংগ্রেসের সভাপতি হওয়ার মুখে গুজরাটের ভোট রাহুল গান্ধীর কাছে অ্যাসিড টেস্ট। মোদীকে উন্নয়ন নিয়ে নিশানা করছেন। আবার মন্দিরে মন্দিরে ঘুরে 'হিন্দু আবেগ'ও উস্কে দিচ্ছেন রাহুল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তাদের বক্তব্য, 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কি সমর্থন করেন রাহুল? আগে তার জবাব দিন।' কংগ্রেস অবশ্য জানিয়েছে, বিষয়টি বিচারাধীন। সুপ্রিম কোর্টের উপরে আস্থা রয়েছে তাদের। রাজনৈতিক মহলের মতে, কার্যত রামভক্ত বনাম শিবভক্তের লড়াই হয়ে দাঁড়িয়েছে গুজরাটের নির্বাচন। 

 

.