গুজরাট বিধানসভা নির্বাচনে টিকিট বিলিতে জবরদস্ত চাল বিজেপির, প্রবল চাপে হার্দিক-কংগ্রেস শিবির
২৬ জন ওবিসি প্রার্থী খাড়া করে দিল বিজেপি
নিজস্ব প্রতিবেদন: গুজরাট বিধানসভা নির্বাচনে হার্দিক প্যাটেলদের থামাতে জবরদস্ত চাল দিল বিজেপি। একইভাবে কংগ্রেসেকেও জোর ধাক্কা দিতে পারে বিজেপির এই পদক্ষেপ।
শুক্রবারই বিজেপি তাদের প্রথম ৭০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় রয়েছেন ১৬ পাতিদার প্রার্থী। এর মধ্যে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী নীতিনভাই প্যাটেলও। রাজ্যে মোট ১৮ শতাংশ পাতিদার রয়েছেন। এরা এতদিন বিজেপিকেই ভোট দিয়ে এসেছেন। এবার এদের অনেকেই বিজেপি বিমুখ। পাতিদারদের ওবিসি কোটা দেওয়ার আন্দোলনের ফলে এদের অনেকেই বিরোধী শিবিরে চলে যেতে পারেন। সেদিক থেকে দেখলে বিজেপি পাতিদারদের সামনে বড় চ্যালেঞ্জ দিয়ে রাখল। সবে মিলিয়ে ২৬ জন ওবিসি প্রার্থী খাড়া করে দিল বিজেপি।
এবার বল এখন কংগ্রেসের কোর্টে। কংগ্রেস যদি পাতিদারদের মধ্যে থেকে ১৬টি কম প্রার্থী দেয় তাহলে তাদের ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে দিতে পারে বিজেপি। অন্যদিকে, রাজ্যের যেখানে পাতিদার ও ঠাকুর ভোট প্রায় সমানসমান সেখানে ঠাকুর প্রার্থী দিয়েছে বিজেপি। কারণ তাদের হিসেব বলছে ওইসব কেন্দ্রে পাতিদাররা হার্দিককে সমর্থন করতে পারে। পাশাপাশি কংগ্রেস থেকে বিজেপিতে আসা এমন ৫ নেতাকে প্রথম দফায় টিকিট দিয়েছে বিজেপি। ফলে ওইসব কেন্দ্রে কংগ্রেসকে জোর লড়াই করতে হবে।
উল্লেখ্য, ১৮২ সদস্যের গুজরাট বিধানসভায় ২ দফায় বিধানসভা ভোট গ্রহণ হতে চলেছে। আগামী ৯ ডিসেম্বর হবে প্রথম দফার ভোটগ্রহণ ও ১৪ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।