কংগ্রেসের 'ব্লু টুথ-ইভিএম' হ্যাকিংয়ের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন
তদন্তের পর কংগ্রেসের হ্যাকিংয়ের অভিযোগ খারিজ করল কমিশন।
নিজস্ব প্রতিবেদন: গুজরাটের প্রথম দফার ভোটে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। ইভিএম পরীক্ষার পর নির্বাচনী অফিসার বিবি সওয়ান জানান, একটি ইনটেক্সের মোবাইল ছিল একজন পোলিং এজেন্টের কাছে। তা থেকেই বিভ্রান্তি ছড়ায়। ইভিএম হ্যাক করা হয়নি।
পোরবন্দরে তিনটি পোলিং বুথে ইভিএম-এর সঙ্গে ব্লু টুথ যোগ করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী অর্জুন মোধওয়ালিয়া। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নির্বাচন কমিশন। তারা জানায়, ইনটেক্সের ইসিও১০৫ মডেলের একটি মোবাইল ছিল বিএসপি-র পোলিং এজেন্টের কাছে। সেই মোবাইলের ব্লু টুথ অন করে রাখা ছিল। EC দেখেই বিভ্রান্তি শুরু হয়। কারণ, Election Commission-কে ইংরেজিতে সংক্ষিপ্তকারে EC লেখা হয়। অর্জুন মোধওয়ালিয়া তাঁর অভিযোগেও ইসিও১০৫-র কথা উল্লেখ করেছিলেন। গোটা ঘটনায় বিজেপির বক্তব্য, হার আঁচ করে নাটক করছে কংগ্রেস।
#WATCH EVM engineer S.Anand talks to media after visiting a polling booth in Porbandar's Thakkar plot following complaints of EVM being connected to Bluetooth, says, 'the name that you give to your Bluetooth device will be shown when it is paired to another device' #Gujarat pic.twitter.com/TivLjQXEOW
— ANI (@ANI) December 9, 2017
আরও পড়ুন- সলমন নিজামি কংগ্রেসেরই নেতা, রাহুল গান্ধীর সঙ্গে ছবি টুইট করে দাবি বিজেপির
এবার গুজরাটের ভোটে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট ব্যবহার হয়েছে। তাতেও অবশ্য খুশি নয় কংগ্রেস।