ভোটব্যাঙ্কের জন্য ২০০২-র সংঘর্ষে মোদীকে ফাঁসিয়েছিল কংগ্রেস, অভিযোগ অমিতের
২০০২ সালের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য ২০০২ সালে সংঘর্ষে নরেন্দ্র মোদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল কংগ্রেস। রবিবার এমনই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গান্ধীনগরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''গোটা দেশ জানে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল কংগ্রেস ঘনিষ্ঠ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল না। ভোটব্যাঙ্কের জন্যই ২০০২-এর ঘটনার কথা ২০১৭ সালে তুলছে কংগ্রেস।''
অমিত শাহ আরও বলেন, ''কংগ্রেসের ভাবী সভাপতি মন্দিরে মন্দিরে ঘুরছেন। দেশে ধর্মীয় মেরুকরণের সৃষ্টিকর্তা কংগ্রেসই। ২০০২ সালের জন্য জামা মসজিদে গিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন চরণ সিং। গোটা দেশ জানে, মোদিজিকে ফাঁসানো হয়েছিল।''
Congress' Charan Singh said PM Modi must go inside Jama Masjid & apologise for 2002 riots. Entire nation knows the allegations leveled on Modi Ji by Congress backed NGO were all false and he is spotless. Yet for vote bank consolidation 2002 is being raised in 2017: Amit Shah pic.twitter.com/WX0wONgWZn
— ANI (@ANI) December 10, 2017
Congress had laid the foundation of Gujarat election on casteism. The would-be President of Congress started hopping from temple to temple. Congress has been the creator of polarisation in India: Amit Shah in Gandhinagar #GujaratElection pic.twitter.com/bb6DWqwqxo
— ANI (@ANI) December 10, 2017
আরও পড়ুন- আহমেদ পটেলকে কেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে পাকিস্তান? প্রশ্ন প্রধানমন্ত্রীর
এদিন পাক রাষ্ট্রদূতের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রশ্ন তোলেন অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে 'হিন্দুত্ব'কেই হাতিয়ার করে তুলল বিজেপি।