জিএসটিতে পরিবর্তনের সুপারিশ, খরচ কমতে পারে অনেকটা
নিজস্ব প্রতিনিধি: পণ্য ও পরিষেবা কর অর্থাত্ জিএসটিতে আরও পরিবর্তনের জন্য সুপারিশ করল রাজ্যের অর্থমন্ত্রীদের প্যানেল। তাঁদের দাবি, রেস্তোরাঁর বিলে এবং ছোটো ব্যবসায়ীদের দেওয়া করের ওপর আরও ছাড় দিতে হবে। এই মর্মেই প্রস্তাব দিয়েছে এই কমিটি।
কমিটির দাবি, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ বা সাধারণ রেস্তোরাঁ, দুটি ক্ষেত্রেই ১২ শতাংশ জিএসটি করতে হবে। এক্ষেত্রে বর্তমানে ১৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর নেওয়া হয়। কমিটির সুপারিশ মেনে নিলে বাইরে খাওয়ার খরচ অনেক কমে যাবে আম জনতার।
অন্যদিকে, যে সব ব্যবসায়ীদের বার্ষিক লেনদেনের পরিমাণ ২০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে, তাঁদের একটি নির্দিষ্ট হারে কর দেওয়ার সুপারিশ জানিয়েছে কমিটি।এই নিয়ম চালু হলে তিন মাসে একবার করের রিটার্ন জমা করলেই চলবে। কমিটির দাবি, যদি কোনও ব্যবসায়ী কেবল জিএসটি আওতাভুক্ত জিনিস বিক্রি করেন, তাঁর ক্ষেত্রে ব্যবসার ওপর করের হার ১ শতাংশ করতে হবে। কমিটির সুপারিশ কার্যকরী হলে, ছোটো ব্যবসায়ীরা উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরেই এই প্রস্তাবগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।