বাকি পণ্যের GST-র হার চূড়ান্ত করল কাউন্সিল

বাকি পণ্যের GST-র হার চূড়ান্ত করল কাউন্সিল। পয়লা জুলাই থেকেই দেশজুড়ে কর্যকর হবে অভিন্ন পন্য পরিষেবা কর। অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে দিল্লিতে বৈঠক করে GST কাউন্সিল। সোনার ওপর ৩% কর বসছে। পাঁচশো টাকার কম দামি জুতোয় ৫% GST লাগু হবে। বিস্কুটে ১৮% কর বসানোর সিদ্ধান্ত হয়েছে।

Updated By: Jun 3, 2017, 11:31 PM IST
বাকি পণ্যের GST-র হার চূড়ান্ত করল কাউন্সিল

ওয়েব ডেস্ক : বাকি পণ্যের GST-র হার চূড়ান্ত করল কাউন্সিল। পয়লা জুলাই থেকেই দেশজুড়ে কর্যকর হবে অভিন্ন পন্য পরিষেবা কর। অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে দিল্লিতে বৈঠক করে GST কাউন্সিল। সোনার ওপর ৩% কর বসছে। পাঁচশো টাকার কম দামি জুতোয় ৫% GST লাগু হবে। বিস্কুটে ১৮% কর বসানোর সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- কাশ্মীর পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে, দাবি রাজনাথের

সৌর বিদ্যুতের প্যানেলে ৫% কর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তেণ্ডুপাতায় ১৮% কর ও বিড়িতে ২৮% কর বসানোর সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১২০০-র ওপর পন্য এবং ৫০০-র বেশি পরিষেবার ওপর কর ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। তবে পয়লা জুলাই তড়িঘড়ি GST কার্যকর করার বিপক্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয়অর্থমন্ত্রীকে তা বুঝিয়েও দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

.