GST আদায়, গত ২১ মাসের রেকর্ড ভাঙল ডিসেম্বরে

অর্থমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, পণ্য আমদানি থেকে ২৭ শতাংশ জিএসটি আদায় হয়েছে

Updated By: Jan 1, 2021, 04:57 PM IST
GST আদায়, গত ২১ মাসের রেকর্ড ভাঙল ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরে রেকর্ড ভাঙল GST আদায়ের পরিমাণ। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে মোট ১.১৫ লাখ কোটি টাকার GST আদায় করেছে কেন্দ্র। 

আরও পড়ুন-বিশ্বভারতী-রাজ্য সংঘাত চরমে, বিশ্ববিদ্যালয়ের পাঁচিল তোলার কাজ বন্ধ করল প্রশাসন

২০১৭ সালের ১ জুলাই জিএসটি চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ কর আদায়। কেন্দ্র সরকার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে GST বাবদ কেন্দ্রের ভাঁড়ারে এসেছে ১,১৫,১৭৪ কোটি টাকা। 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ' গত ২১ মাসে এটাই একমাসে সবচেয়ে বেশি GST আদায়। এর কারণ করোনা অতিমারীর পর দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। পাশাপাশি জিএসটি আদায়ের জন কেন্দ্রের টানা প্রচার। ' প্রসঙ্গত, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ৮৭ লাখ বেশি জিএসটি রিটার্ন ফাইল হয়েছে।

আরও পড়ুন-ভারতের প্রথম মনোলিথের খোঁজ আহমেদাবাদে, রহস্যের গন্ধ নতুন বছরের প্রথম দিনেই

অর্থমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, পণ্য আমদানি থেকে ২৭ শতাংশ জিএসটি আদায় হয়েছে, দেশিয় উত্পাদন থেকে জিএসটি এসেছে ৮ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে জিএসটি আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৪ হাজার ৯৬৩ কোটি টাকা। গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

.