নোট বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় রাজ্যপাল ত্রিপাঠী

নাম না করে এবার নোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি বললেন, "নোট বাতিলের ফলে উন্নয়ন হবে। কালো টাকার বিরোধী অভিযানে কোনও নেতিবাচক প্রচার সফল হবে না।"

Updated By: Nov 22, 2016, 05:48 PM IST
নোট বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় রাজ্যপাল ত্রিপাঠী

ওয়েব ডেস্ক : নাম না করে এবার নোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি বললেন, "নোট বাতিলের ফলে উন্নয়ন হবে। কালো টাকার বিরোধী অভিযানে কোনও নেতিবাচক প্রচার সফল হবে না।"

অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন, "নোট বাতিলের সিদ্ধান্তের প্রস্তুতি জানতেন না তিনিও। গোটা অপারেশন হয়েছে অত্যন্ত গোপনে। তাই বিজেপি দলের কাছে তথ্য ফাঁসের মনগড়া অভিযোগ করছেন বিরোধীরা।" বিজেপি সংসদীয় দলের বৈঠকে জেটলি দাবি করলেন, "নোট বাতিলের মতো সিদ্ধান্ত নিতে হিম্মত লাগে। এই সরকার সেই সিদ্ধান্ত নিয়ে হিম্মত দেখিয়েছে।"

আরও পড়ুন, ক্যাশের দরকার নেই, জাস্ট এই অ্যাপগুলি ফোনে ইনস্টল করে বিন্দাস থাকুন

.