অনিল বসুর রেকর্ড ভেঙে লোকসভায় সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড মুন্ডে কন্যার

সহানুভূতির হাওয়ায় ভেঙে গেল ভোটে বড় জয়ের আগের সব রেকর্ড। লোকসভা নির্বাচনে দেশের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়লেন প্রয়াত বিজেপি নেতা গোপিনাথ মুন্ডের ছোট মেয়ে প্রীতম মুন্ডে। গত জুন মাসে দিল্লিতে গাড়ি দুর্ঘটনায় গোপনাথ মুন্ডে মারা যাওয়ায় শূন্য হয়ে যায় মহারাষ্ট্রের বেদে আসনটি।

Updated By: Oct 20, 2014, 11:03 AM IST
অনিল বসুর রেকর্ড ভেঙে লোকসভায় সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড মুন্ডে কন্যার

ওয়েব ডেস্ক: সহানুভূতির হাওয়ায় ভেঙে গেল ভোটে বড় জয়ের আগের সব রেকর্ড। লোকসভা নির্বাচনে দেশের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়লেন প্রয়াত বিজেপি নেতা গোপিনাথ মুন্ডের ছোট মেয়ে প্রীতম মুন্ডে। গত জুন মাসে দিল্লিতে গাড়ি দুর্ঘটনায় গোপনাথ মুন্ডে মারা যাওয়ায় শূন্য হয়ে যায় মহারাষ্ট্রের বেদে আসনটি।

বাবার মৃত্যুতে খালি হয়ে যাওয়া আসনে লড়ে উপনির্বাচনে প্রীতম মুন্ডে জিতলেন ৬ লক্ষ ৯৭ হাজার ৩২১ ভোটের ব্যবধানে। মুন্ডে কন্যার এই বড় জয়ে ভেঙে গেল দেশের লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে জেতা আরামবাগের সাংসদ অনিল বসুর জয়ের রেকর্ড।

 ২০০৪ লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে অনিল বসু জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ৫০২ ভোটে। এই রেকর্ড চুরমার হয়ে গেল বেদে কেন্দ্রে মুন্ডে পরিবারের সহানুভূতির ভোটে। বেদে কেন্দ্রে উপনির্বাচনে রাজনীতিতে একেবারে আনকোড়া গোপিনাথ মুন্ডের ছোট মেয়ে পেয়েছেন ৯ লক্ষ ২২ হাজার ৪১৬টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রাক্তন মেয়ে অশোক পাতিল পেয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ৯৫টি ভোট। গোপিনাথ মুন্ডেকে শ্রদ্ধা জানিয়ে এই কেন্দ্রে অবশ্য প্রার্থী দেয়নি শিবসেনা।

গোপিনাথ মুন্ডের বড় মেয়ে পঙ্কজা পারলি বিধানসভা কেন্দ্রে ২০ হাজার ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আছেন। ব্যবধানের বিচারে প্রীতমের কাছে ম্লান হয়ে গেলেন নরেন্দ্র মোদীও। ভদোদরা কেন্দ্রে মোদী জিতেছিলেন  ৫ লক্ষ ৭০ হাজার ভোটে।

.