Subhadra Kumari Chauhan: কবিতা দিয়েই অন্যকে জাগাতেন দেশের প্রথম মহিলা সত্যাগ্রহী

১৯০৪ সালের ১৬ অগস্ট তামিলনাড়ুতে সুভদ্রা কুমারীর জন্ম।

Updated By: Aug 16, 2021, 11:47 PM IST
Subhadra Kumari Chauhan: কবিতা দিয়েই অন্যকে জাগাতেন দেশের প্রথম মহিলা সত্যাগ্রহী

নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রথম সত্যাগ্রহী মহিলাকে সম্মান জানাল গুগল। তিনি লেখক ও সত্যাগ্রহী সুভদ্রা কুমারী চৌহান। 

গুগল (Google) ভারতের প্রথম মহিলা সত্যাগ্রহী (India’s first woman Satyagrahi) সুভদ্রা কুমারী চৌহানকে (Subhadra Kumari Chauhan) তাঁর ১১৭ তম জন্মদিনে বিশেষ গ্রাফিকের দ্বারা শ্রদ্ধা জানাল। ১৯০৪ সালের ১৬ অগস্ট তামিলনাড়ুতে সুভদ্রা কুমারীর জন্ম। 

আরও পড়ুন: Eastern Rail Maiden Journey: পূর্ব ভারতে প্রথম রেল চলেছিল ১৮৫৪ সালের ১৫ অগস্টেই!

সুভদ্রা কুমারী সুলেখক ছিলেন। লেখালেখির জগতে যে সময়টা মূলত পুরুষরাই আধিপত্য বিস্তার করে রেখেছিল সেই যুগে তিনি নিজের লেখালেখির দ্বারা এক বিশেষ জায়গা অর্জন করে নিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়সে তাঁর লেখা প্রথম প্রকাশিত হয়েছিল। 

হিন্দি সাহিত্যে সুভদ্রার 'ঝাঁসির রানি' শীর্ষক কবিতাটি খুবই বিখ্যাত। কবিতার মাধ্যমেই সুভদ্রা দেশের জাতীয়তাবাদী আন্দোলনে সামিল হয়েছিলেন। তাঁর লেখা দিয়েই তিনি অন্যদের উদ্বুদ্ধ করতেন। মোট ৮৮টি কবিতা ও ৪৬টি ছোট গল্প তাঁর প্রকাশিত রচনা হিসেবে পাওয়া যায়। ১৯২৩ সালে তিনি প্রত্যক্ষ ভাবে সত্যাগ্রহে (Satyagraha) অংশ নেন।

সুভদ্রা কুমারী ১৯৪৮ সালে নাগপুর থেকে জব্বলপুর ফেরার পথে মধ্যপ্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Sri Aurobindo: নব্য ভারতীয় জীবনে নিভৃতবাসের নীলপদ্ম তিনিই প্রথম ফুটিয়েছিলেন

.