Train Run Without Pilot: ভয়ংকর ঘটনা, চালক ছাড়াই বিপুল গতিতে ৭০ কিমি পার করল ট্রেন

Train Run Without Pilot: চালক বদলের জন্য মালগাড়িটি দাঁড়িয়েছিল কাঠুয়া স্টেশনে। ফলে চালকের কেবিনে ছিলেন না কোনও চালক বা সহ চালক। সিগন্যাল দেওয়া ছিল জম্মু-জলন্ধর সেকশনে

Updated By: Feb 25, 2024, 03:36 PM IST
Train Run Without Pilot: ভয়ংকর ঘটনা, চালক ছাড়াই বিপুল গতিতে ৭০ কিমি পার করল ট্রেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাবলেই আতঙ্কে শিউরে উঠতে হয়। মালগাড়িতে নেই কোনও চালক। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাত্ই সেই বিপুল গতিতে দৌড়তে শুরু করল। শুধু তাই নয়, একশো কিলোমিটারে বেশি গতিতে ৫৩টি ওয়াগন নিয়ে প্রায় ৭০ কিলোমিটার পার করলে মালগাড়িটি। শেষপর্যন্ত ট্রেনটিকে থামানো হল অন্য রাজ্যে। রবিবার এমনই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া স্টেশনে।

আরও পড়ুন- 'শাহজাহান কোথায়, এই শাঁখা-শাড়ি পরুন, আমরাই ওকে ধরব', বেড়মজুরে পুলিসকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

কাঠুয়া স্টেশনে দাঁড়িয়েছিল স্টোনচিপস ভর্তি মালগাড়িটি। ট্রেনটির যাওয়ার কথা ছিল পঞ্জাব। আচমকাই ৫৩টি ওয়াগন নিয়ে মালগাড়িটি চলতে শুরু করে। ঢালু পথে চলতে চলতে সেটির গতি একশো কিলোমিটার পার করে যায়। এভাবে চলতে চলতে মালগাড়িটি পার করে যায় জম্মু ও কাশ্মীরের সীমানা। হইচই পড়ে যায় চারদিকে। কীভাবে ট্রেনটিকে থামানো যায় তার ব্যবস্থা নিতে থাকেন রেলকর্মীরা। শেষপর্যন্ত লাইনে বালির বস্তা ফেলে মালগাড়িটিকে থামানো হয় পঞ্জাবের উনচি বাসি স্টেশনে।

উত্তর রেলের তরফে বলা হয়েছে, চালক বদলের জন্য মালগাড়িটি দাঁড়িয়েছিল কাঠুয়া স্টেশনে। ফলে চালকের কেবিনে ছিলেন না কোনও চালক বা সহ চালক। সিগন্যাল দেওয়া ছিল জম্মু-জলন্ধর সেকশনে। এরমধ্যে ঢালু পথে আচমকাই মালগাড়িটি গড়াতে শুরু করে। ক্রমশ সেটি গতি নিয়ে নেয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে  চালক হ্যান্ড ব্রেক দিতে ভুলে গিয়েছিলেন। ফলে মালগাড়িটি গতি নিয়ে সোজা দৌড়য় পাঠানকোটের দিকে।

এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় কেউ আহত হয়নি। রেল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে সাতটা থেকে ন'টার মধ্যে ওই ঘটনা ঘটেছে। কীভাবে এমন মারাত্মক ঘটনা ঘটল তা খুঁজে বের করতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।      

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.