৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর

৫০০ এবং হাজারের নোট বাতিলের পর একটু সুখবর চাষিদের জন্য। খারিফ মরসুমে চাষিদের স্বস্তি দিতে নোট নিয়ম আরেকটু শিথিল করল কেন্দ্র। চাষিরা পুরনো পাঁচশো টাকার নোট দিয়েই বীজ কিনতে পারবেন। তবে বীজ কিনতে হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, জাতীয় এবং রাজ্য বীজবণ্টন কেন্দ্র, কেন্দ্র অথবা রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং ICAR থেকে।

Updated By: Nov 21, 2016, 05:26 PM IST
 ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর

ওয়েব ডেস্ক: ৫০০ এবং হাজারের নোট বাতিলের পর একটু সুখবর চাষিদের জন্য। খারিফ মরসুমে চাষিদের স্বস্তি দিতে নোট নিয়ম আরেকটু শিথিল করল কেন্দ্র। চাষিরা পুরনো পাঁচশো টাকার নোট দিয়েই বীজ কিনতে পারবেন। তবে বীজ কিনতে হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, জাতীয় এবং রাজ্য বীজবণ্টন কেন্দ্র, কেন্দ্র অথবা রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং ICAR থেকে।

আরও পড়ুন জানেন ঠিক কবে শেষ হয়ে যাবে রিলায়েন্স জিও-র ওয়েলকাম অফার?

বীজ কেনাবেচা যাতে কালো টাকা সাদা করার একটা উপায় না হয়ে দাঁড়ায় তার জন্যও সতর্কতা নেওয়া হয়েছে। বীজ কেনার সময় ক্রেতাকে নিজের সচিত্র পরিচয়পত্রের ফোটোকপি জমা দিতে হবে। এবং সেই লেনদেন খুঁটিয়ে দেখবে আয়কর দফতর।

আরও পড়ুন  জানুন কেন রিলায়েন্স জিও-র সাবস্ক্রিপশন কমে গিয়েছে

.