ওয়েব ডেস্ক: আকাল চলছে। তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবেও। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, কিছু পুরনো অভ্যাস বদলে ফেলার এটাই সুবর্ণ সুযোগ। 

গো ক্যাশলেস

প্লাস্টিক মানি। শুনতে যতই বুক দুরুদুরু করুক জিনিসটি মোটেও বীজগণিতের ফর্মুলা নয়। আমরা অনেকেই তো প্লাস্টিক মানি ব্যবহারও করছি। কী সেটা? কেন আমাদের ATM কার্ড। 

ATM-এ লাইন না দিয়ে ডেবিট কার্ডকেই সরাসরি কেনাকাটায় কাজে লাগান।

ATM কার্ডের নম্বর ব্যবহার করে অনলাইনে কেনাকাটাও করতে পারবেন অনায়াসেই। 

মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল ATM কার্ড ব্যবহার করে অনলাইনে মেটান।

এজন্য আপনার প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর। 

আপনার মোবাইল নম্বরেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP আসতে যা গোপন রাখুন।  

ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা সম্পূর্ণ নিরাপদ, আপনার তথ্য ফাঁস হবে না। সঙ্কটেই তো নতুন সুযোগ সামনে আসে। নগদহীন দিনগুলোতে ট্রাই করুন নতুন কয়েকটি কৌশল। 

 

নেট ব্যাঙ্কিং

আমাদের অনেকেই এই পরিষেবা নেন না। কিন্তু, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে  অনলাইন অ্যাকাউন্টও রয়েছে। 

ব্যাঙ্কে যে শাখায় আপনার অ্যাকাউন্ট সেখান থেকে, কাস্টমার ID, নেট ব্যাঙ্কিং ID ও পাসওয়ার্ড সংগ্রহ করুন।

ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে নেট ব্যাঙ্কিংয়ে আপনার নম্বর রেজিস্ট্রেশন করান। 

আপনার সেভিংস অ্যাকাউন্টের পাসবই থেকে ফিক্সড ডিপোজিট সব প্রয়োজনই নেট ব্যাঙ্কিংয়ে মিটবে।

কারও অ্যাকাউন্টে টাকা পাঠানো বা কোনও বিল পেমেন্ট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনায়াসে সম্ভব।   

নেট ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ।

 

 

মোবাইল ব্যাঙ্কিং

নেট ব্যাঙ্কিংয়ের মেড ইজি রূপ হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং, প্রয়োজন শুধু  স্মার্টফোন।

আপনার স্মার্টফোনে আপনার ব্যাঙ্কের App টি নামিয়ে ফেলুন।

ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, আপনার স্মার্ট ফোনে সেই সিমটি থাকতে হবে। 

স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে হাতের মুঠোয় পাবেন ব্যাঙ্কিং পরিষেবা।  

মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ। 

English Title: 
Go Cashless
News Source: 
Home Title: 

গো ক্যাশলেস, নেট ব্যাঙ্কিংয়ে করুন লেনদেন 

 

গো ক্যাশলেস, নেট ব্যাঙ্কিংয়ে করুন লেনদেন
Yes
Is Blog?: 
No
Section: