Begging| Indore: সাবধান! শহরে এবার ভিক্ষা দিলেই বিপদ, FIR করবে পুলিস
Begging| Indore: জেলা শাসক আশিস সিং সংবাদমাধ্য়মে বলেছেন, ভিক্ষা নিষিদ্ধ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই মাসের শেষ পর্যন্ত ভিক্ষার বিরুদ্ধে প্রশাসনের সচেতনতামূলক প্রচার চলবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর। এবার ওই শহরকে ভিখারি মুক্ত করতে চাইছে রাজ্য সরকার। আগামী ১ জানুযারি থেকে একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ইন্দোর প্রশাসন। ঠিক হয়েছে শহরে কেউ কোনও ভিখারিকে ভিক্ষা দিলে তার বিরুদ্ধে মামলা হবে।
আরও পড়ুন-নামী স্কুলে রবোটিক্স ক্লাসে ছাত্রীর শরীরে 'অসভ্য হাত'!
ইন্দোরের জেলা শাসক আশিস সিং সংবাদমাধ্য়মে বলেছেন, ইন্দোরে ভিক্ষা করা নিষিদ্ধ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই মাসের শেষ পর্যন্ত ভিক্ষার বিরুদ্ধে প্রশাসনের সচেতনতামূলক প্রচার চলবে। ১ জানুয়ারি থেকে কেউ কোনও ভিখারিকে ভিক্ষা দিলে তার বিরুদ্ধে এফআইআর হবে। ইন্দোরের মানুষজনকে বলব কাউকে ভিক্ষে দিয়ে সমস্যা ডেকে আনবেন না।
দেশের ১০ শহরকে ভিক্ষুক মুক্ত করার একটি পাইলট প্রোজেক্টে হাত দিয়েছে কেন্দ্র সরকার। ওইসব শহরের তালিকায় রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইন্দোর, লখনউ, মুম্বই, নাগপুর, পাটনা ও আহমেদাবাদ।
ভিক্ষা বিরোধী অভিযান চালাতে গিয়ে ইন্দোর প্রশাসন গুরুত্বপূর্ণ কিছু বিষয় খুঁজে পেয়েছে। তার মধ্যে রয়েছে, বহু ভিখারির পাকা বাড়ি রয়েছে। কারও সন্তান ব্যাঙ্কে চাকরি করে। কেউ আবার সুদে টাকা ধার দেয়। রাজ্স্থান থেকে আসা একটি দলের খোঁজ মিলেছিল যাদের কাজই হল ভিক্ষে করা। তারা আবার হোটেলে থেকে ভিক্ষা করছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)