Bangladesh: ফাঁস আরও শক্ত! হাসিনা-রেহানার বিরুদ্ধে এবার ৮০০০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু
Bangladesh: দেশের ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা, শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে গুম করা অভিযোগ উঠেছে। এনিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দফতরে। এবার শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত নামল দুর্নীতি দমন কমিশন বা দুদক। মঙ্গলবার থেকে সেই তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-প্রথম কিস্তিতে ৬০ হাজার! 'বাংলার বাড়ি' প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর...
কী অভিযোগ? দেশের ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা, শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। দুদক সূত্র খবর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজা-সহ ৯টি প্রকল্পে এসব দুর্নীতি হয়েছে।
গত ১৫ ডিসেম্বর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত ৩ সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদি করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)