শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় উত্তরপ্রদেশে তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা

আক্রান্ত তরুণীর পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার তাঁদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক অঙ্কিত। অশালীন ব্যবহার শুরু করে দেয়।

Updated By: Apr 14, 2018, 12:33 PM IST
শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় উত্তরপ্রদেশে তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা

নিজস্ব প্রতিবেদন : যোগীর রাজ্যে ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। উন্নাও কাণ্ডের পর এবার এক তরুণীর ওপর নৃশংস হামলা হল উত্তরপ্রদেশের সমবলে। শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় তাঁকে জ্বালিয়ে দিল তারই এক প্রতিবেশী। শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনকাঠুয়া ইস্যুতে দূরত্ব বাড়ল পিডিপি-বিজেপির, প্রতিবাদে মুখর মানেকা থেকে স্মৃতি

আক্রান্ত তরুণীর পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার তাঁদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক অঙ্কিত। অশালীন ব্যবহার শুরু করে দেয়। নির্যাতিতার হাত ধরে টানাটানি শুরু করে দেয় অভিযুক্ত। সেই সময় তাঁকে বাধা দেন ওই তরুণী। এরপরই ওই যুবক কেরোসিন ঢেলে তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিস। পুলিসি জেরায় অভিযুক্ত অঙ্কিত জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা ঘটিয়েছে সে।

.