নোট বাতিল ও জিএসটি-র ধাক্কা, তিন বছরে তলানিতে দেশের আর্থিক বৃদ্ধি
ওয়েব ডেস্ক: চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এপ্রিল-জুনে জিডিপি দাঁড়াল ৫.৭ শতাংশ। তিন বছরে এটাই সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার। গত অর্থবর্ষে এই ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৭.৯ শতাংশ। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক জানুয়ারি-মার্চে জিডিপি ছিল ৬.১ শতাংশ।
আর্থিক বৃদ্ধি থমকে যাওয়ার পিছনে নোট বাতিল কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, নোট বাতিলের ঝটকা থেকে সম্ভবত এখনও ভারতীয় অর্থনীতি মুক্ত হতে পারেনি। আর্থিক বৃদ্ধি ৬ শতাংশের নীচে নেমে যাওয়ায় দ্রুত প্রগতিশীল অর্থনীতির তকমা হারাল ভারত। রয়টার্স প্রথম ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। চলতি অর্থবর্ষে ৭.৩ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তা বেশ কঠিন বলে মনে হচ্ছে।
#GDP growth slips to 5.7 per cent in April-June, from 6.1 per cent in January-March: Govt.
— Press Trust of India (@PTI_News) August 31, 2017
বৃদ্ধির হার নিম্নগামী হওয়ার পিছনে অনেকাংশে দায়ী পণ্য ও পরিষেবা করও। ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হয়েছে জিএসটি। এনিয়ে জুনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সম্ভবত তার নেতিবাচক প্রভাব পড়েছে আর্থিক বৃদ্ধিতে।
আরও পড়ুন, গত বছরের চেয়ে চলতি অর্থবর্ষের প্রথম চার মাসে বাড়ল রাজকোষ ঘাটতি