লাদাখে নতুন করে অনুপ্রবেশ ঘটল চিনা সেনাবাহিনীর। রবিবার লাদাখের চুমার এলাকায় ভারত-চিন সীমান্তে চিন সেনা ঢুকে পড়ে। আইটিবিপি ও সেনা জওয়ানরা মানবশৃঙ্খল গড়ে তোলায় পিছু হটে চিনা সেনা।

লে থেকে ৩০০ কিলোমিটার পূর্বে চুমার এলাকায় বহুদিন ধরেই ঘাঁটি গাড়ার চেষ্টা করছে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। ১৬ মার্চ সকাল ৭টা নাগাদ ৯ জন পিএলএ জওয়ান চুমারে ঢোকার চেষ্টা করে। তার কিছুক্ষণ পরই আরও ১০জন জওয়ান ঘোড়ায় চড়ে এসে ভারতে ঢোকার চেষ্টা চালায়। সূত্রে খবর, চিনা সেনাবাহিনী ক্রমাগত দাবি জানাতে থাকে চুমার তাদের এলাকা বলে ও ৫ কিলোমিটার দূরের টাইবল অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়। ভারতীয় সেনাদের তারা জানায় টাইবল অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য তাদের ওপর পিএলএ সদর দফতর থেকে নির্দেশ রয়েছে। যদিও ভারতীয় সেনাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সকাল ৯টা নাগাদ পিছু হঠতে বাধ্য হয় তারা।

এর আগে শীতের শুরুতে চুমার এলাকায় বহুবার অনুপ্রেবেশের চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। একবার ভারতীয় সেনাদের মানবশৃঙ্খল ভাঙারও চেষ্টা চালায় তারা। চুমার ভারতের সঙ্গে চিনের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল হিসেবে পরিচিত।

English Title: 
Fresh incursion attempt by Chinese soldiers in Ladakh area
Home Title: 

লাদাখে ফের ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা চিনা সেনাবাহিনীর

No
21031
Is Blog?: 
No
Section: