মুম্বই বিমানবন্দরে ৬৯ লক্ষ টাকা সহ গ্রেফতার ৪

বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা ও ভারতীয় টাকায় নগদ ২৫ লাখ টাকা সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিস। আজ সকালে তাদের মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রফতার করা হয়। গ্রেফতার করে মুম্বই শুল্ক বিভাগ।

Updated By: Dec 28, 2016, 05:13 PM IST
মুম্বই বিমানবন্দরে ৬৯ লক্ষ টাকা সহ গ্রেফতার ৪
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা ও ভারতীয় টাকায় নগদ ২৫ লাখ টাকা সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিস। আজ সকালে তাদের মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রফতার করা হয়। গ্রেফতার করে মুম্বই শুল্ক বিভাগ।

আজ সকালে প্রথমে হায়দরাবাদ থেকে আসা তিন যাত্রী শেখ ওয়াহিদ আলি, মহম্মদ সোহেল ও শেখ পাশাকে দেখে সন্দেহ হয় বিমানবন্দরে থাকা শুল্ক দফতরের। তল্লাসি চালিয়ে ও জেরা করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ ৩৯ হাজার সৌদি মুদ্রা, ৫ লক্ষ ৬৫ হাজার আরব মুদ্রা ও ১৪ হাজার অস্ট্রেলিয় ডলার। ভারতীয় মুদ্রায় বর্তমানে যার দাম আনুমানিক ৪৩ লক্ষ ৯৭ হাজার টাকা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার বৈধ সূত্র দিতে না পারায় অবশেষে গ্রেফতার করা হয় তিন জনকে।

অন্যদিকে, আরও এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে নতুন ২০০০ টাকার নোটে ২৫ লক্ষ টাকা। তাকেও গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত।

.