প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র প্রয়াত

প্রয়াত হলেন দেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র। শুক্রবার রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। নিজের বাসভবনেই তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তারপরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

Updated By: Sep 29, 2012, 09:50 PM IST

প্রয়াত হলেন দেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র। শুক্রবার রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। নিজের বাসভবনেই তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তারপরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।
শনিবারই ৮৪ বছর পূর্ণ হত ওই প্রাক্তন কূটনীতিকের। অটলবিহারি বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মুখ্যসচিব ছিলেন ব্রজেশ মিশ্র। এরপরই তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। এর আগে কূটনীতিক হিসেবে বহু গুরুত্বপূর্ণ পদে থেকেছেন ব্রজেশ মিশ্র। বাজপেয়ী জমানায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি।

.