রাঁচি আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে লালুর দল
লালুর জামিন পেতে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানাল আরজেডি।
ওয়েব ডেস্ক: পশুখাদ্য মামলায় দোষী লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে রাঁচির সিবিআই আদালত। সিবিআই আদালত থেকে জামিন নিতে পারবেন না আরজেডি সুপ্রিমো। তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন নিতে হবে।
None of the convict in #FodderScam can take bail from Ranchi Court. They will have to move High Court.
— ANI (@ANI) January 6, 2018
দলের সুপ্রিমোকে জেলযাত্রার হাত থেকে বাঁচাতে হাল ছাড়ছে না আরজেডি। লালুপুত্র তেজস্বী যাদব জানিয়েছেন, আইন আইনের পথে চলেছে। রায় খতিয়ে দেখার পর হাইকোর্টে জামিনের আবেদন করবেন তাঁরা। লালুর আর এক পুত্র তেজপ্রতাপের কথায়,'' বিচারব্যবস্থার উপরে আস্থা রয়েছে আমাদের। আমরা আত্মবিশ্বাসী জামিন পাবেন লালুপ্রসাদ যাদব।''
The judiciary performed its duty. We will go to the High Court after studying the sentence and apply for a bail: Tejashwi Yadav, RJD on #FodderScam pic.twitter.com/17zxjyTQ2d
— ANI (@ANI) January 6, 2018
We are confident that he (Lalu Yadav) will get bail. We have full faith on judiciary. We are not going to be cowed down: Tej Pratap Yadav #FodderScam pic.twitter.com/WHG1VFsKam
— ANI (@ANI) January 6, 2018
পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। ওই মামলায় লালু-সহ ১৫জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এর আগে চাইবাসা মামলাতে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খোয়াতে হয় আরজেডি সুপ্রিমোকে।