Budget 2023: নির্মলার বাজেট 'সপ্তর্ষি'! কোন ৭টি জিনিসকে অগ্রাধিকার?

বাজেট ভাষণে নির্মলা সীতারামণ উল্লেখ করেন, ভারতের অর্থনীতি এখন 'অমৃতকাল' টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে। স্বাধীনতার শতবর্ষে ২৫ বছরের সময়কালকেই 'অমৃতকাল' হিসেবে বর্ণনা করেছে সরকার।

Updated By: Feb 1, 2023, 02:08 PM IST
Budget 2023: নির্মলার বাজেট 'সপ্তর্ষি'! কোন ৭টি জিনিসকে অগ্রাধিকার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট বক্তৃতার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, 'অমৃতকাল'-এর এটাই হচ্ছে প্রথম বাজেট। কী এই 'অমৃতকাল'? বাজেট ভাষণে নির্মলা সীতারামণ উল্লেখ করেন, ভারতের অর্থনীতি এখন একটি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে। এই 'অমৃতকাল' টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ৭টি অগ্রাধিকারের কথা ঘোষণা করেন। এককথায় যা নির্মলার বাজেট 'সপ্তর্ষি'!

কী কী? চলুন দেখে নেওয়া যাক-
১) একযোগে উন্নয়ন (Inclusive development)
২) উন্নয়নের শেষ সীমায় পৌঁছানো (Reaching the last mile)
৩) পরিকাঠামো ও লগ্নি (Infrastructure and investment)
৪) ক্ষমতাকে চেনা (Unleashing potential)
৫) গ্রিন গ্রোথ (Green growth)
৬) যুব শক্তি (Youth Power)
৭) ফিনানশিয়াল সেকটর (Financial Sector)

নির্মলা সীতারামণের ভাষায়, 'সপ্তর্ষি'র এই ৭ লক্ষ্য  দেশকে 'অমৃতকালে'র দিকে নিয়ে যাবে। প্রসঙ্গত, স্বাধীনতার শতবর্ষে ২৫ বছরের সময়কালকেই 'অমৃতকাল' হিসেবে বর্ণনা করেছে সরকার।

আরও পড়ুন, Budget 2023 Income Tax Changes: নতুন কাঠামোয় ৭ লাখ পর্যন্ত কোনও আয়কর নয়! বিরাট ছাড়ের ঘোষণা নির্মলার

Union Budget 2023: ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের, বাজেটে PAN নিয়ে বড় ঘোষণা নির্মলার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.