করোনা বিধি শিকেয় তুলে গোবর নিয়ে চলছে ভক্তদের যুদ্ধ

কুর্নুলের কাইরুপ্পালা গ্রামে এই উগাড়ি উৎসবে চলছে  পিড়াকাল যুদ্ধ। এই যুদ্ধ হয় ঘুঁটে ছুঁড়ে। এটাই রীতি। 

Updated By: Apr 17, 2021, 04:48 PM IST
করোনা বিধি শিকেয় তুলে গোবর নিয়ে চলছে ভক্তদের যুদ্ধ

নিজস্ব প্রতিবেদন: করোনায় জেরবার দেশ। তবু বিন্দুমাত্র ভয়ডর নেই ভক্তদের। ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেই অন্ধ্রপ্রদেশে উগাড়ি উৎসবে ভয়াবহ দৃশ্য। তাদের দেখে মনে হচ্ছে কোভিড বিধি-মাস্কের প্রয়োজনীয়তা যেন নেই আর! উৎসবে মেতে আমেজে গোবরের ঘুঁটে ছুঁড়ে চলছে যুদ্ধ। ভিড়ে গাদাগাদি করে  মানুষ উৎসব মানতে ব্যস্ত। দৃশ্য দেখলে অবাক হবেন আপনি। 

 ২৩ সেকেন্ডের সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হরিদ্বারে কুম্ভমেলায় শাহী স্নান, পুণ্যার্থীদের ভিড় যেমন চিন্তার বিষয় হয়ে উঠেছে। ঠিক তেমনই  নতুন করে চিন্তার বিষয় হয়ে উঠেছে অন্ধ্রের উগাড়ি উৎসব। দায়িত্বজ্ঞানহীন মানুষের সংখ্যা যে কম নয়, তা স্পষ্ট ভিডিও-তে। 

 

কুর্নুলের কাইরুপ্পালা গ্রামে এই উগাড়ি উৎসবে চলছে  পিড়াকাল যুদ্ধ। এই যুদ্ধ হয় ঘুঁটে ছুঁড়ে। এটাই রীতি। 

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ হাজার ৯৬। সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩৮৮২। মৃত্যু হয়েছে ২০ জনের। 

.