মহারাষ্ট্রে ভয়াবহ বন্যায় হত কুড়ি, গৃহহীন হাজারো মানুষ

ভয়াবহ বন্যায় মহারাষ্ট্রের চন্দ্রপুরে মৃত্যু হল ২০ জনের। গৃহহীন হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যা হচ্ছে ত্রাণসামগ্রী পৌঁছতে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিহারও। রবিবার দুর্গত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  লাগাতার প্রবল বৃষ্টিতে বানভাসি পশ্চিম মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলা। বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়। ডুবে গিয়েছে বাড়িঘর। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮৬৩টি গ্রাম। ৮ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।  

Updated By: Aug 5, 2013, 12:40 PM IST

ভয়াবহ বন্যায় মহারাষ্ট্রের চন্দ্রপুরে মৃত্যু হল ২০ জনের। গৃহহীন হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যা হচ্ছে ত্রাণসামগ্রী পৌঁছতে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিহারও। রবিবার দুর্গত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  লাগাতার প্রবল বৃষ্টিতে বানভাসি পশ্চিম মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলা। বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়। ডুবে গিয়েছে বাড়িঘর। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮৬৩টি গ্রাম। ৮ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
 
বন্যার কারণে ১১টি সেচপ্রকল্পের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সাহায্যের জন্য ডাকা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স।
অত্যধিক বৃষ্টিতে দেশের নানা প্রান্তে এইবছর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের ছবিও এক্ষেত্রে আলাদা নয়। রাজ্যে বহু নীচু এলাকা এমুহুর্তে জলের তলায়। শনিবার আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে বিহারে বন্যার পাশাপাশি খরা পরিস্থিতিও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
 
বন্যার কবল থেকে বাদ যায়নি দেশের উত্তরপ্রান্তও। বন্যাবিধ্বস্ত কাশ্মীরের কাঠুয়া জেলা থেকে তিরিশজন বাসিন্দাকে উদ্ধার করেছে বায়ুসেনা। বিপদসীমার বহু ওপর দিয়ে বইছে উঝ নদি। প্রবল জলের তোড়ে ইতিমধ্যে ভেসে গিয়েছে বহু জনপদ। আটকে পড়া মানুষদের উদ্ধারে ডাক পড়েছে সেনাবাহিনীর।
 
  

.