উত্তরকাশীতে বন্যা, সাহায্যের আবেদন রামকৃষ্ণ মিশনের

ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরকশীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গৃহহারা হয়েছেন বহু মানুষ। দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বণ্টনের কাজ করছে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। 

Updated By: Aug 21, 2012, 08:29 PM IST

ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরকশীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গৃহহারা হয়েছেন বহু মানুষ। দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বণ্টনের কাজ করছে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। 
চলতি মাসের গোড়ায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় উত্তরকাশী ও চামৌলি। অতিবৃষ্টি, হড়কা বানে কুল ছাপিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে পাহাড়ি নদী। বন্যা ও ধসে প্রাণ হারান অনেকে। ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরকাশী জেলায় ত্রাণের কাজ শুরু করেছে সরকার। তবে, দুর্গত মানুষের জন্য সরকারি সাহায্যের পরিমাণ যথেষ্ট না হওয়ায় বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে রামকৃষ্ণ মিশন। বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌছানোর কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
ত্রাণের কাজে সাধারণ মানুষের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছে তাঁরা। নগদে, ডিমান্ড ড্রাফটে বা অ্যাকাউন্ট পেয়ি চেকে রামকৃষ্ণ মিশনের নামে আর্থিক সাহায্য পাঠানো যাবে। অনুদানের প্রসঙ্গ উল্লেখ করে সঙ্গে দিতে হবে একটি কভারিং লেটার। ডিডি বা চেক, স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রার্ড মেলে পাঠানোর জন্য মিশনের তরফে অনুরোধ করা হয়েছে।
সাহায্যের অনুদান পাঠাতে হবে এই ঠিকানায়,
দ্য জেনারেল সেক্রেটারি,
রামকৃষ্ণ মিশন, রিলিফ সেকশন,
পোস্ট অফিস বেলুড় মঠ, হাওড়া - ৭১১২০২
অনলাইতে অনুদান পাঠাতে www.belurmath.org সাইটে লগ ইন করলে যাবতীয় তথ্য পাওয়া হাবে।মিশনের ই-মেল অ্যাড্রেস rkmrelief @ gmail.com-এও ত্রাণ সাহায্য সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবে। সেইসঙ্গে, বিস্তারিত জানতে ফোন করা যাবে (০৩৩) ২৬৫৪-১১৪৪, ১১৮০, ৫৩৯১, ৯৫৮১, ৯৬৮১, ৫৭০০, ৫৭০১, ৫৭০২, ৫৭০৩, ৮৪৯৪ নম্বর গুলিতে।
(০৩৩) ২৬৫৪-৯৮৮৫ -এই ফ্যাক্স নম্বরেও যোগাযোগ করা যাবে।

.