Rajasthan Rape Case: গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ বিএসএফ জওয়ান-সহ ৫

ওই মহিলা পুলিসে অভিযোগ করলে পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই প্রমাণ সংগ্রহ ও মহিলার মেডিক্যাল টেস্ট করানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মহিলায় জবানবন্দিও রেকর্ড করা হয়। অভিযুক্তদের জেরা করে দেখা যায় মহিলার অভিযোগ সত্যি

Updated By: Nov 19, 2022, 10:54 PM IST
Rajasthan Rape Case: গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ বিএসএফ জওয়ান-সহ ৫

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের বিভিন্ন উপদ্রুত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের উপরে অত্যাচারের অভিযোগ ওঠে। তা সে সীমান্তেই হোক বা মাওবাদী বা জঙ্গি উপদ্রুত এলাকায়। এবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ৩ বিএসএফ জওয়ান-সহ ৫ জনের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল।  ওই ৩ জওয়ানকে আটক করেছে পুলিস। ওই ঘটনা ঘটে শুক্রবার রাতে। ম্যাজিস্ট্রেটের কাছে ওই মহিলা জবানবন্দি দেওয়ার পর অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন-Hawker Issue: হকার ইস্যুতে পুরসভা বনাম কলকাতা পুলিস! অসন্তুষ্ট লালবাজার

অভিযুক্ত বিএসএফ জওয়ানদের মধ্যে রয়েছেন একজন হেড কনস্টেবল ও ২ জন কনস্টেবল। শ্রীগঙ্গানগরের এসপি আনন্দ শর্মা বলেন, শনিবার সকালে ওই নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, দুজন আমার পরিচিত। ঘি-সহ অন্যান্য জিনিস কেনার অছিলায় ওরা আমাকে একটি জায়গায় নিয়ে যায়। ওরা আমাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে ওই ৩ বিএসএফ জওয়ান আগে থেকেই ছিল। সবাই মিলে আমাকে ধর্ষণ করে। 

আনন্দ শর্মা আরও বলেন, ওই মহিলা পুলিসে অভিযোগ করলে পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই প্রমাণ সংগ্রহ ও মহিলার মেডিক্যাল টেস্ট করানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মহিলায় জবানবন্দিও রেকর্ড করা হয়। অভিযুক্তদের জেরা করে দেখা যায় মহিলার অভিযোগ সত্যি। বিএসএফকে এ ব্যাপারে খবর দেওয়া হলে তারা অভিযুক্ত ৩ জওয়ানকে পুলিসের হাতে তুলে দেয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.