'স্বপ্নের ফেরিওয়ালা' মোদীর হাত ধরে কি দেশে বিনিয়োগের দিনবদল হতে চলেছে?

ব্রিটেনে ফের অসহিষ্ণুতা বিতর্কের আবর্তে মোদী। ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর ভাষণে অসহিষ্ণুতা বিতর্কের ছায়া। বললেন,বৈচিত্র্যর মধ্যে ঐক্যই ভারতের শক্তি। গান্ধীকে ঢাল করে সন্ত্রাসবিরোধী জেহাদ জোরদার করলেন মোদী। মাতোয়ারা ওয়েম্বলির জমায়েতে অনাবাসীদের ভারতে বিনিয়োগের বার্তাও দিলেন 'স্বপ্নের ফেরিওয়ালা'।

Updated By: Nov 14, 2015, 09:01 AM IST
'স্বপ্নের ফেরিওয়ালা' মোদীর হাত ধরে কি দেশে বিনিয়োগের দিনবদল হতে চলেছে?

ওয়েব ডেস্ক: ব্রিটেনে ফের অসহিষ্ণুতা বিতর্কের আবর্তে মোদী। ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর ভাষণে অসহিষ্ণুতা বিতর্কের ছায়া। বললেন,বৈচিত্র্যর মধ্যে ঐক্যই ভারতের শক্তি। গান্ধীকে ঢাল করে সন্ত্রাসবিরোধী জেহাদ জোরদার করলেন মোদী। মাতোয়ারা ওয়েম্বলির জমায়েতে অনাবাসীদের ভারতে বিনিয়োগের বার্তাও দিলেন 'স্বপ্নের ফেরিওয়ালা'।

বিক্ষোভ, বিতর্কের কাঁটা উধাও। ব্রিটেন সফরের দ্বিতীয় দিনেই সাদর অভ্যর্থনার মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী। ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার অনাবাসী ভারতীয়ের উচ্ছ্বাসের মধ্যমণি মোদী। বেসুরের অস্বস্তি ছিল না আদৌ। তবু মোদীর ভাষণে ফিরে এল সেই অসহিষ্ণুতা বিতর্কেরই ছায়া। আরও একবার সেই গান্ধী স্মরণেই মুখর মোদী। অসহিষ্ণুতার পর এবার ইস্যু সন্ত্রাসবাদ।

মোদীর দাবি, দ্রুত বদলাচ্ছে দেশ। বিশ্বে এখন সম মর্যাদার দাবিদার ভারত। দিন বদলের স্বপ্নে মোদীর সঙ্গী হতে তৈরি ব্রিটিশ প্রধানমন্ত্রীও।

শুক্রবার সকালে ব্রিটেনের শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। সন্ধ্যায় ওয়েম্বলির জমায়েতেও সেই বিনিয়োগই মোদীর পাখির চোখ। একগুচ্ছ ঘোষণায় ঘনঘন উচ্ছ্বাস। অনাবাসী ইমোশন ছুঁয়ে গেলেন মোদী। সাগরপাড়ের সেই আবেগের সাড়াতেই কি এবার দেশে বিনিয়োগের দিনবদল? উত্তর মিলবে ভবিষ্যতে।

.