বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্রীনগরের দরগা
ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্রীনগরের ঐতিহাসিক দস্তগীর সাহেবের দরগা দরগা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাত্ই খানিয়ার এলাকাস্থিত পির দস্তগীর সাহেবের দরগা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা।
ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল শ্রীনগরের ঐতিহাসিক দস্তগীর সাহেবের দরগা দরগা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাত্ই খানিয়ার এলাকাস্থিত পির দস্তগীর সাহেবের দরগা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১২টি ইঞ্জিন। আগুনে হেরিটেজ দরগাটি ভস্মীভূত হয়ে গেলেও সমাধিটি অক্ষত আছে বলেই জানিয়েছেন দমকলকর্মীরা। শট-সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জম্মু-কাশ্মীর সরকার। ঘিঞ্জি এলাকায় এই দরগায় আগুন লাগার ফলে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।