Puri Fire: পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে বিধ্বংসী আগুন, তড়িঘড়ি সরানো হল বহু পর্যটককে

Puri Fire:  কীভাবে ওই আগুন লাগল তা এখনওপর্যন্ত জানা যায়নি। পুলিসের অনুমান শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ড নিয়ে এলাকার বিজেপি বিধায়ক জয়ন্ত সারেঙ্গী বলেন, ঘিঞ্জি ওই এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক ছিল না

Updated By: Mar 9, 2023, 12:27 PM IST
Puri Fire: পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে বিধ্বংসী আগুন, তড়িঘড়ি সরানো হল বহু পর্যটককে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধ্বংসী আগুন পুরীর গ্রান্ড রোডে। শক্তিশালী ওই আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দমকলের ১২টি ইঞিজন। বুধবার রাতে ওই আগুন লক্ষ্য করা যায় লক্ষ্ণী মার্কেট কমপ্লেক্সের দোতলায়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানেও। খুব কাছেই জগন্নাথ মন্দির। ফলে উদ্বেগ বাড়ছে দমকলের। তবে প্রশাসনের তরফে বলা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। শীঘ্রই তা নিভিয়ে ফেলা হবে।

আরও পড়ুন-আইনজীবী শুধুই 'দর্শক'! গোরুপাচারের টাকা কোথায় গিয়েছে, আজ ফের জেরা অনুব্রতকে

পুরী দমকলের প্রধান রমেশ মাঝি সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগুন নেভাতে কাজ করছে ১২টি ইঞ্জিন। রয়েছেন ১৬০ দমকল কর্মী। আগুন ছড়িয়ে পড়ছে দেখে ১৪০ পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।  দমকলের ডিরেক্টর এস কে উপাধ্যায় জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৩ দমকল কর্মী আহত হয়েছে। ঘন ধোঁয়ায় তারা অসুস্থ হয়েও পড়েন। 

কীভাবে ওই আগুন লাগল তা এখনওপর্যন্ত জানা যায়নি। পুলিসের অনুমান শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ড নিয়ে এলাকার বিজেপি বিধায়ক জয়ন্ত সারেঙ্গী বলেন, ঘিঞ্জি ওই এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক ছিল না। কোনও নিয়মনীতি না মেনেই দোকান করা হয়েছে। তাই এই অবস্থা।

এখনওপর্যন্ত জানা যাচ্ছে কমপক্ষে ৪০টি দোকান আগুনে পুড়ে গিয়েছে। মার্কেট কপপ্লেক্সের আসপাশেই রয়েছে বহু ছোটখাটো হোটেল। মার্কেট কমপ্লেক্স রয়েছে ব্যাঙ্ক সহ অন্যান্য অফিস। ফলে আগুন চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.