সংসদ ভবনে 'বড়' আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : আগুন লাগল সংসদ ভবনে। এদিন সকালে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন লাগে। অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ নম্বর তলায় আগুন লেগেছে বলে জানা যায়। বেশ বড়সড় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে দমকল।
#UPDATE Delhi: The fire that broke out on the 6th floor of the Parliament Annexe Building, has been brought under control. 7 fire tenders were engaged in the fire fighting operation. https://t.co/8b0t2sce4M
— ANI (@ANI) August 17, 2020
Delhi: Fire breaks out on the 6th floor of the Parliament Annexe Building. 5 fire tenders present at the spot. More details awaited.
— ANI (@ANI) August 17, 2020
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন আসে। তারপরে আরও ২টি ইঞ্জিন আসে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মার্চ মাস থেকেই স্থগিত হয়ে রয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। করোনার কারণে ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ২৩ মার্চ বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যায়। তবে এবার ২৩ সেপ্টেম্বরের আগেই বাদল অধিবেশন শুরু করতে হবে। কারণ নিয়ম অনুযায়ী, দুই অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ব্যবধান রাখা যাবে না।
আরও পড়ুন, নেট দুনিয়ায় ঘুরছে ভুয়ো অক্সিমিটার অ্যাপ; ডাউনলোড করলেই খোয়াতে হবে সর্বস্ব!