তসলিমা নাসরিনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে `আঘাত` হানার অভিযোগে এফআইআর দায়ের করা হল উত্তরপ্রদেশে

তসলিমা নাসরিনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের এক মৌলবী ধর্মীয় ভাবাবেগে `আঘাত` করার অভিযোগ আনলেন। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে প্রখ্যাত এই লেখিকার বিরুদ্ধে কোতওয়ালি পুলিস স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বাংলাদেশের বিতর্কিত লেখিকা জানিয়েছেন এই অভিযোগে তিনি বিস্মিত।

Updated By: Dec 5, 2013, 09:28 PM IST

তসলিমা নাসরিনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের এক মৌলবী ধর্মীয় ভাবাবেগে `আঘাত` করার অভিযোগ আনলেন। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে প্রখ্যাত এই লেখিকার বিরুদ্ধে কোতওয়ালি পুলিস স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বাংলাদেশের বিতর্কিত লেখিকা জানিয়েছেন এই অভিযোগে তিনি বিস্মিত।

পুলিস সূত্রে খবর গত ৬ নভেম্বর তসলিমা নাসরিনের কিছু টুইট নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই মৌলবী হাসান রাজা খান নুরি মিঞা।

অভিযোগে জানান হয়েছে ওই টুইটে তসলিমা মৌলবীদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে।

তসলিমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়ে ফতোয়াও জারি করেছেন নুরি মিঞা।

এই ফতোয়া জারি হওয়ার পর নতুন দিল্লিতে পিটিআই-কে তসলিমা জানিয়েছেন ``আমি জানি না টুইট করে কী ধরনের অন্যায় আমি করেছি। আমি শুধু সত্যিটা লিখেছি। আবারও একবার ওরা আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগল।``

তিনি আরও জানিয়েছেন, ``ভারতের মত গণতান্ত্রিক দেশে যেখানে সংবিধানেই বাকস্বাধীনতার কথা বলা আছে সেখানে কীভাবে এই ঘটনা ঘটতে পারে?``

অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির হয়ে সমর্থন চেয়ে উত্তরপ্রদেশের বিতর্কিত মৌলবী মৌলনা তাকির রাজা খানের সঙ্গে দেখা করেন। এই ঘটনার সমালোচনা করে তসলিমা টুইট করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে তসলিমার মাথার উপর পাঁচ লাখ টাকার ফতোয়া জারি করেন।

.