যৌন নিগ্রহের ঘটনায় প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ মানবধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি বিরুদ্ধে , জানাল সুপ্রিমকোর্টের প্যানেল
সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা সুপ্রিমকোর্টের তিন সদস্যের প্যানেল জানাল, প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আপাতদৃষ্টিতে (প্রাইমা ফেসি) এই ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি অভিযোগকারিনীর সঙ্গে অবাঞ্ছিত যৌন সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন।
সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা সুপ্রিমকোর্টের তিন সদস্যের প্যানেল জানাল, প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আপাতদৃষ্টিতে (প্রাইমা ফেসি) এই ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি অভিযোগকারিনীর সঙ্গে অবাঞ্ছিত যৌন সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন।
যদিও, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পি সথশিবম জানিয়েছেন এই বিষয়ে তিন সদস্যের প্যানেল আর তদন্ত এগিয়ে নিয়ে যাবে না। অভিযোগকারিনী শিক্ষানবিশ আইনজীবী সুপ্রিমকোর্টের সঙ্গে যুক্ত নন। তাছাড়া অশোক গাঙ্গুলিও অবসরপ্রাপ্ত। তাই সুপ্রিমকোর্টের তিন সদস্যের প্যানেল আর স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে কোনও তদন্ত করবে না।
পশ্চিমবঙ্গ মানবধিকার কমিশনের প্রধান অশোক গাঙ্গুলি অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
চলতি বছরের নভেম্বরের ৬ তারিখ `জার্নাল অফ ইন্ডিয়ান ল অ্যান্ড সোসাইটি` -এর একটি ব্লগে নিগৃহীতা শিক্ষানবিশ আইনজীবী প্রথমবার তাঁর উপর যৌননিগ্রহের কথা প্রকাশ্যে আনেন। পরে একটি ওয়েবসাইটে আবার নিজের বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি।
গতসপ্তাহে সুপ্রিমকোর্ট অভিযুক্ত হিসাবে প্রথম বিচারপতি অশোক গাঙ্গুলির নাম প্রকাশ্যে আনে।
এরপরেই চারদিকে বিতর্কের ঝড় বয়ে যায়। লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ টুইটারে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের পদ থেকে অশোক গাঙ্গুলির পদত্যাগের দাবি তোলেন। সুষমা স্বরাজের দাবির সঙ্গে গলা মেলান তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।
অন্যদিকে, সুপ্রিমকোর্টের অবসারপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবীর, বিখ্যাত আইনজীবী সোলি সোরাবজি অশোক গাঙ্গুলির পাশে দাঁড়ান।