ব্যাঙ্কিং ব্যবস্থায় আমূল সংস্কার, ১০ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দিল মোদী সরকার
২৭ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংখ্যা কমে হচ্ছে মাত্র ১২
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক ব্যবস্থায় গতি আনতে বড়সড় ঘোষণা করল কেন্দ্র। দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ককে মিশিয়ে দিল মোদী সরকার। শুক্রবার এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Finance Minister Nirmala Sitharaman: Punjab National Bank, Oriental Bank of Commerce and United Bank will be brought together and they shall form the second largest public sector bank with business of Rs 17.95 Lakh Crore. pic.twitter.com/QhFCMVq2Gn
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Canara Bank with (merge) Syndicate Bank, they will be the fourth largest Public Sector Bank with business of Rs 15.20 lakh crores. pic.twitter.com/nRshTrYLxS
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Union Bank of India, with Andhra Bank and Corporation Bank shall become the fifth largest public sector bank now. pic.twitter.com/KGZZuaCuEi
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: Indian Bank with (merge) Allahabad Bank, they will be the seventh largest Public Sector Bank with business of Rs 8.08 lakh crores. pic.twitter.com/4cFafOybzH
— ANI (@ANI) August 30, 2019
Finance Minister Nirmala Sitharaman: We shall continue with 2 banks which will have national presence - Bank of India with Rs 9.3 Lakh Crores of business size and Central Bank with Rs 4.68 Lakh Crores of business size. pic.twitter.com/J7lWuujMag
— ANI (@ANI) August 30, 2019
আরও পড়ুন-'মমতাকে বিজেপিতে স্বাগত', বিধানসভায় গিয়ে বলে এলেন মুকুল রায়
দেশের যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল তার মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক। এছাড়াও তালিকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক। ফলে ২৭ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংখ্যা কমে হচ্ছে মাত্র ১২। সরকারের দাবি এর ফলে আরও সুষ্ঠু ভাবে চলবে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলি।
আরও পড়ুন-সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে চিদাম্বরম, নির্দেশ বিশেষ আদালতের
জেনে নিন কোন কোনও ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হচ্ছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক একসঙ্গে মিশে যাচ্ছে। তিন ব্যাঙ্কের মোট সম্পত্তির পরিমাণ হবে ১৭.৫ লাখ কোটি টাকা।
কানাড়া ব্যাঙ্ক মিশে যাচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে। এটি হবে দেশের চতুর্থ রাষ্টায়ত্ত ব্যাঙ্ক। সম্পত্তির পরিমাণ হবে ১৫.২০ লাখ কোটি টাকা।
ইউনিয়ন ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হচ্ছে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে। এটি হবে দেশের পঞ্চম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে। সম্পত্তির পরিমান হবে ৮.০৮ লাখ কোটি টাকা।