'কানুন ওয়াপসি হলেই ঘর ওয়াপসি', অষ্টম বৈঠকেও অনড় কৃষকরা

ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রোকেশ সিং টিকায়েত সংবাদমাধ্যমে বলেন, 'আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকরা ক্ষান্ত হবে না। আগামী ১৫ জানুয়ারি ফের বৈঠকে আসব

Updated By: Jan 8, 2021, 06:51 PM IST
'কানুন ওয়াপসি হলেই ঘর ওয়াপসি', অষ্টম বৈঠকেও অনড় কৃষকরা

নিজস্ব প্রতিবেদন: অষ্টম দফার বৈঠকের পরও গলল না বরফ। ৩ নয়া কৃষি আইন বাতিলের দাবি মানতে নারাজ সরকার। অন্যদিকে, অনড় কৃষকরাও। তাদের সাফ, আইন প্রত্যাহার করাই কৃষকদের মূল দাবি। কানুন ওয়াপসি না হলে ঘর ওয়াপসির প্রশ্ন নেই। 

শুক্রবার দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্র-কৃষক সংগঠনের বৈঠকে কোনও সমাধান বেরিয়ে এল না। সরকারের বক্তব্য, নয়া ৩ কৃষি আইন(Farm Laws) শুধু পঞ্জাব, হরিয়ানার কৃষকদের জন্য করা হয়নি। দেশের সব রাজ্যের কৃষকদের জন্য পাস করা হয়েছে। এই আইনের সমর্থনে বহু কৃষক রয়েছেন। আইন প্রত্যাহার করা সম্ভব নয়। আইনের প্রতিটি ক্লজ ধরে ধরে আলোচনা হবে। এনিয়ে পরবর্তি বৈঠক হবে ১৫ জানুয়ারি।

আরও পড়ুন-KIFF-র ভার্চুয়াল উদ্বোধন: রাখিতে আসতে হবে, 'ভাই' Shahrukh-কে বললেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে কমছে তাপমাত্র, বৃষ্টিও হচ্ছে মাঝেমধ্য়ে। এরকম এক পরিস্থিতিতে রাজধানীর সীমান্তে ৪০ দিনেরও বেশি বসে রয়েছেন আন্দোলনকারী কৃষকরা।  আজ বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং(Narendra Singh Tomer) তোমর সংবাদমাধ্যমে জানান,'কৃষি আইন নিয়ে বৈঠক হয়েছে। কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও শর্ত যদি কৃষকরা দেয় তাহলে তা বিচার করে দেখা যেতে পারে। এনিয়ে পরবর্তি বৈঠক হবে ১৫ জানুয়ারি।'

অন্যদিকে, ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রোকেশ সিং টিকায়েত সংবাদমাধ্যমে বলেন, 'আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকরা ক্ষান্ত হবে না। আগামী ১৫ জানুয়ারি ফের বৈঠকে আসব। সরকার আইন সংশোধনের কথা বলছে। আমরা কোথাও যাচ্ছি না। ক্লজ ধরে ধরে আলোচানার কোনও প্রশ্ন নেই। আমরা চাই আইন প্রত্যাহার করা হোক।'

আরও পড়ুন-এপ্রিলেই কি বিধানসভা ভোট? বাংলায় ফের আসছেন উপ নির্বাচন কমিশনার

সংবাদসংস্থা সূত্রে খবর, আজকের বৈঠকে এক কৃষক নেতা বলেছেন, 'আইন ওয়াপসি হলেই একমাত্র ঘর ওয়াপসি হবে।' ওই নেতা বৈঠকে আরও বলেন, 'দফায় দফায় বৈঠকের পর এখন মনে হচ্ছে সরকার এই সমস্যা সমাধান করতে রাজী নয়। তা যদি হয় তাহলে আমাদের সাফ জানিয়ে দিন। আমরা চলে যাব। ' অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির সদস্য কবিতা কুরুগান্তি বলেন, সরকার বলেই দিয়েছে ৩ কৃষি আইন প্রত্যাহার করা হবে না।  

.