আপ-র‍্যালিতে কৃষকের আত্মহত্যা

দিল্লিতে আপের জনসভায় আত্মহত্যা করলেন এক কৃষক। রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আজ জমি বিলের বিরুদ্ধে যন্তর-মন্তরে আপের সভা চলছিল। তখনই গাছ থেকে ঝুলে পড়েন গজেন্দ্র নামে রাজস্থানের দৌসার ওই কৃষক। মৃত্যুর আগে লেখা চিঠিতে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন তিনি।

Updated By: Apr 22, 2015, 03:34 PM IST
আপ-র‍্যালিতে কৃষকের আত্মহত্যা

ওয়েব ডেস্ক: দিল্লিতে আপের জনসভায় আত্মহত্যা করলেন এক কৃষক। রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আজ জমি বিলের বিরুদ্ধে যন্তর-মন্তরে আপের সভা চলছিল। তখনই গাছ থেকে ঝুলে পড়েন গজেন্দ্র নামে রাজস্থানের দৌসার ওই কৃষক। মৃত্যুর আগে লেখা চিঠিতে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন তিনি।

আপের এই মিছিলে ওড়িশা, পঞ্জাব, উত্তর প্রদেশ, গুজরাত, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং রাজস্থান থেকে কৃষকরা যোগ দিয়েছিলেন। সেই মিছিল নিয়ে সংসদ পর্যন্ত যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল আপের পূর্বঘোষিত কর্মসূচিতে। মিছিল চলাকালীন হঠাৎ আত্মহত্যা করেন ওই কৃষক।   

 

.