বুথ ফেরত সমীক্ষা: চার রাজ্যে জয় বিজেপির, মিজোরাম ধরে রাখল কংগ্রেস, দিল্লিতে পরিবর্তন

পাঁচ রাজ্যের মধ্যে সম্ভবত চার রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিল্লির ফলাফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান বিজেপির দখলে যাচ্ছে বলে জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত্‍ সমীক্ষা। মিজোরাম কংগ্রেসের দখলে থাকার সম্ভাবনা বেশি।

Updated By: Dec 4, 2013, 10:44 PM IST

পাঁচ রাজ্যের মধ্যে সম্ভবত চার রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিল্লির ফলাফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান বিজেপির দখলে যাচ্ছে বলে জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত্‍ সমীক্ষা। মিজোরাম কংগ্রেসের দখলে থাকার সম্ভাবনা বেশি।

দিল্লি বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়েই শেষ হল ৫ রাজ্যের নির্বাচন। দিল্লির ভোট পর্ব মিটতেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত্ সমীক্ষা। ৫ রাজ্যের মধ্যে রাজধানীর রাজনীতির দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। জি নিউজের সমীক্ষা বলছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে সত্যি করে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। তবে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দিল্লিতে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি পাচ্ছে ২৯ আসন। কংগ্রেসের দখলে থাকবে ২১টি আসন। কংগ্রেস এবং বিজেপি দুদলের ভোটেই ভাগ বসিয়েছে আমআদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছে ১৬ টি আসন। অন্যান্যদের দখলে ৪ টি আসন।

মধ্যপ্রদেশে বিজেপির চাণক্যর উপরে আবারও ভরসা করছেন রাজ্যবাসী। আরও পাঁচ বছরের জন্য বিজেপির হাতেই থাকছে ক্ষমতা। বিজেপি ১২৮টি আসন, কংগ্রেস ৯২টি আসন এবং অন্যান্যদের দখলে থাকছে ১০টি আসন।

জি নিউজের বুথ ফেরত সমীক্ষায় ছত্তিসগড়েও শাসনভার থাকছে বিজেপির হাতেই। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছত্তিসগড়ে বিজেপি পেতে চলেছে ৫১ টি আসন। কংগ্রেস হাতে থাকতে পারে ৩৭টি আসন। অন্যদিকে রাজস্থান হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। দুটি আসন অন্যান্যদের দখলে।

মরুপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বুথ ফেরত্ সমীক্ষায় ইঙ্গিত।

কংগ্রেসকে স্বস্তি দিয়েছে মিজোরাম। মিজোরামে ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস।

জি নিউজ ছাড়া আরও কয়েকটি বুথ ফেরত সমীক্ষাতেও দিল্লির ফলাফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিতই মিলেছে। রাজস্থানে কংগ্রেস ক্ষমতা হারাতে চলেছে বলে জানাচ্ছে জি নিউজের সমীক্ষা। তবে, মিজোরামে কংগ্রেস ফের ক্ষমতা দখল করতে চলেছে বলেই জানাচ্ছে বিভিন্ন জনমত সমীক্ষার ফলাফল।

.