ভোটে না দাঁড়ালেই বাতিল হবে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন! ফতোয়া মুখ্য নির্বাচন কমিশনারের
ভোট না দাঁড়ালে বাতিল হবে রেজিস্ট্রেশন! কমিশনে নাম লেখানো আছে। অথচ নির্বাচনের ময়দানে দেখা যায় না। এমন শতাধিক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
Updated By: Mar 21, 2015, 11:43 PM IST
ব্যুরো: ভোট না দাঁড়ালে বাতিল হবে রেজিস্ট্রেশন! কমিশনে নাম লেখানো আছে। অথচ নির্বাচনের ময়দানে দেখা যায় না। এমন শতাধিক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
শনিবার কলকাতায় এসে একথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম। গত লোকসভা নির্বাচন সম্পর্কে একটি বই প্রকাশ উপলক্ষে এদিন কলকাতায় এসেছিলেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনে কমবেশি প্রায় ষোলোশ দলের রেজিস্ট্রেশন রয়েছে। অথচ এরমধ্যে দুশোরও কম দলের প্রতিনিধিরা বিভিন্ন স্তরের ভোটে লড়েন। বাকি দলগুলির অস্তিত্বের প্রয়োজনীয়তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার।