পঞ্চম দফায় সারা দেশে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে
পঞ্চম দফার ভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৮৯%। রাজ্যের ৪ টি আসন সহ গোটা দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ।
পঞ্চম দফার ভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৮৯%। রাজ্যের ৪ টি আসন সহ গোটা দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ।
উত্তরপ্রদেশের ১১ টি, বিহারের ৭ টি, ঝাড়খণ্ডের ৬ টি, ছত্তিসগড়ের ৩ টি, ওড়িশার ১১ টি, মধ্যপ্রদেশে ১০ টি, কর্ণাটকের ২৮ টি, রাজস্থানের ২০ টি, মহারাষ্ট্রের ১৯ টি এবং জম্মু-কাশ্মীর ও মণিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ মিটেছে নির্বিঘ্নেই।
সন্ধে ৭ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ৬২.৫২%, ছত্তিসগড়ে ৬৩.৪৪%, মধ্যপ্রদেশে ৫৪.৪১%, ওড়িশায় ৭০%, কর্ণাটকে ৬৮%, রাজস্থানে ৫৩.২৫%, বিহারে ৫৬%, ঝাড়খণ্ডে ৫২%, মণিপুরে ৭৪%, মহারাষ্ট্রে ৫৪.৬৭%, জম্মু ও কাশ্মীরে ৬৯.০৮% ভোট পড়েছে।
দু-একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ডের বোকারোয় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। ভোট দিতে দেওয়া হয়নি ইরম শর্মিলা চানুকে।