উত্তরপ্রদেশে ভোট নির্ঘণ্টে রদবদল, গণনা পিছিয়ে ৬ মার্চ
মুসলিমদের ধর্মীয় উত্সবের জন্য উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটগ্রহণ পূর্বঘোষিত ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ মার্চ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মনিপুর এবং গোয়ার বিধানসভা ভোটের গণনার দিন ৪ মার্চ থেকে পিছিয়ে ৬ মার্চ করা হয়েছে।
মুসলিমদের ধর্মীয় উত্সবের জন্য উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটগ্রহণ পূর্বঘোষিত ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ মার্চ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মনিপুর এবং গোয়ার বিধানসভা ভোটের গণনার দিন ৪ মার্চ থেকে পিছিয়ে ৬ মার্চ করা হয়েছে।
পরিবর্তিত নির্ঘণ্ট অনুযায়ী উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭ দফায়- ৮, ১১, ১৫, ১৯, ২৩, ২৮ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ ভোটগ্রহণ হবে। অর্থাত্ প্রথম দফায় ভোটের জন্য নির্ধারিত ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে শেষ পর্যায়ে। অন্য চার রাজ্যের ভোটগণনা পিছলেও ভোটগ্রহণের দিন অপরিবর্তিত থাকছে।
মনিপুরের ৬০টি বিধানসভা কেন্দ্রে ২৮ জানুয়ারি, পঞ্জাবের ১১৭ এবং উত্তরাখণ্ডের ৭০ আসনে ৩০ জানুয়ারি এবং গোয়া বিধানসভার ৪০টি কেন্দ্রে ৩ মার্চ ভোট নেওয়া হবে।