Earthquake Today: ৩.৬ মাত্রার ভূমিকম্প জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে, কাঁপল দিল্লি-মহারাষ্ট্র
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে বুধবার রাতে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডায় ১.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এনসিএস ওয়েবসাইট দেখিয়েছে, নয়ডার সেক্টর-১২৮ এলাকায় ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে ৮.৫৭ মিনিটে ভূমিকম্পটি ঘটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ৩.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, বৃহস্পতিবার ভোর ৩.৪৯ মিনিটে ঘটনাটি ঘটে। এনসিএস জানিয়েছে, ‘৩.৬ মাত্রার ভূমিকম্প, ১৭-০৮-২০২৩, ০৩:৪৯:৫৯ IST, অক্ষাংশ: ৩৩.৩৩ এবং দ্রাঘিমাংশ: ৭৪.২০, গভীরতা: ১০ কিমি , অবস্থান: রাজৌরি, জম্মু ও কাশ্মীর’।
আরও পড়ুন: WATCH: নদীতে জ্যান্ত মহিলাকে খেয়ে নিল কুমীর, ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠল নেটপাড়া...
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Earthquake of Magnitude:3.6, Occurred on 17-08-2023, 03:49:59 IST, Lat: 33.33 & Long: 74.20, Depth: 10 Km ,Location: Rajouri, Jammu and Kashmir for more information Download the BhooKamp App https://t.co/RDbc2MQ77t@Dr_Mishra1966 @KirenRijiju @ndmaindia @Indiametdept pic.twitter.com/J1dEeDfUEi
— National Center for Seismology (@NCS_Earthquake) August 16, 2023
নয়ডায় মৃদু ভূমিকম্প
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে বুধবার রাতে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডায় ১.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এনসিএস ওয়েবসাইট দেখিয়েছে, নয়ডার সেক্টর-১২৮ এলাকায় ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে ৮.৫৭ মিনিটে ভূমিকম্পটি ঘটে।
আরও পড়ুন: UP Horror: ভয়ংকর ভিডিয়ো! ছ'জন মিলে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা...
ভূপৃষ্ঠে ১.৫ মাত্রার কম্পন খুব কমই অনুভূত হয়। এর আগে বুধবার, উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল অঞ্চলে সন্ধ্যা ৬টা নাগাদ একটি ২.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যখন মহারাষ্ট্রের কোলহাপুরে ৩.৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছিল বলে এনসিএস জানিয়েছে।