পরিবারতন্ত্রই শেষ করছে Congress-কে, Gandhi Family-কে তোপ Amit shah-র

অমিত শাহ বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান কাজ ছিল দিল্লিতে গান্ধী পরিবারকে তুষ্ট করা

Updated By: Feb 28, 2021, 04:57 PM IST
পরিবারতন্ত্রই শেষ করছে Congress-কে, Gandhi Family-কে তোপ Amit shah-র

নিজস্ব প্রতিবেদন: পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস। এবার সেখানে গিয়েই  প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মনত্রী অমিত শাহ। শুধু তাই নয়, নারায়ণস্বামীর বিরুদ্ধে গান্ধী পরিবারকে কাটমানি দেওয়ার অভিযোগও তুললেন শাহ।

আরও পড়ুন-রাজ্যে ক্ষমতায় আসলে কী পরিকল্পনা? ব্রিগেডে বিকল্প তুলে ধরলেন Surjya Kanta 

রবিবার পুদুচেরিতে(Puducherry) বিজেপির এক সভায় অমিত শাহ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে নারায়ণস্বামী সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান কাজ ছিল দিল্লিতে গান্ধী পরিবারকে তুষ্ট করা। কেন্দ্রীয় প্রকল্প থেকে ১৫০০ কোটি টাকা কাটমানি তিনি  গান্ধী পরিবারে পাঠিয়েছেন।

আরও পড়ুন-রক্ত দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করব, ব্রিগেডে হুঙ্কার Abbas Siddiqui-র

পুদুচেরিতে কংগ্রেসের নারায়ণস্বামী সরকার পড়ে যাওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করছে কংগ্রেস।  সেই দাবি উড়িয়ে দিয়ে অমিত শাহ(Amit Shah) বলেন, 'দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে দলটার পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য। শুধুমাত্র পুদুচেরিতেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন কারণ কংগ্রেসে প্রতিভার কোনও দাম নেই। পুদুচেরির মতো জায়গায় ৭৫ শতাংশ তরুণ বেকার। এখানে এনডিএ সরকার আনুন, বেকারির সংখ্যা ৪০ শতাংশে নামিয়ে আনব।'

.