Ghatal Flood: মাঠের জল ঢুকছে শিলাবতীতে! চিন্তায় দাসপুরবাসীরা...
Ghatal Flood: ফলে এইমত পরিস্থিতিতে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থাও। আতঙ্কে রয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। সাধারণ মানুষের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও। কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। যদি এইভাবেই হাল বরাবর জল মাঠের ভেতরে ঢুকতে থাকে। তবে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ।
![Ghatal Flood: মাঠের জল ঢুকছে শিলাবতীতে! চিন্তায় দাসপুরবাসীরা... Ghatal Flood: মাঠের জল ঢুকছে শিলাবতীতে! চিন্তায় দাসপুরবাসীরা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/04/501856-ghatal.jpg)
চম্পক দত্ত: কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান কেউ সেটি জানে না। টানা বৃষ্টি হলেই বেড়ে যায় শিলাবতী নদীর জল। নদীর জলে প্লাবিত শহর। কিছুদিন আগেই ঘটে যাওয়া 'ডানা'র প্রভাবে এখনও ফুঁসছে শিলাবতী নদী। ঘূর্ণিঝড় গেলেও ইতিমধ্যেই, মাঠ ভর্তি বন্যার জল। যেকোনো মুহূর্তে জলের তলায় তলিয়ে যেতে পারে পাকা বাড়ি, কাঠের সেতু আতঙ্কে এলাকার মানুষজন।
আরও পড়ুন: Nawsad Siddique: আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে ২০ হাজার টাকার দাবি তৃণমূলের! বিস্ফোরক নওশাদ
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকায়। 'ডানা'র প্রভাবে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে, শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল একাধিক এলাকা। মাঠ ভর্তি রয়েছে বন্যার জল, শিলাবতী নদীর জল কমতেই দাসপুর-১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকায়, মাঠের হাল বরারর জল ঢুকছে শিলাবতী নদীতে। হাল বরাবর মাঠের জল যাওয়াই যেকনো মুহূর্তে তলিয়ে যেতে পারে একটি একতলা পাকা বাড়ি।
ভেঙে পড়তে পারে কাঠের সেতুও। ফলে এইমত পরিস্থিতিতে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থাও। আতঙ্কে রয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। সাধারণ মানুষের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও। কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। যদি এইভাবেই হাল বরাবর জল মাঠের ভেতরে ঢুকতে থাকে। তবে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ।
আগাগোড়ায় শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে প্লাবিত হয় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড। কিছুদিন আগেই অতি বৃষ্টির ফলে ফুঁসে উঠেছিল শিলাবতী। ফলে সমস্ত হাঁটা পথ জলের তলায় চলে যায়। সেই কারণেই রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কা মৃত্যু হয়েছিল ৩ জনের।
আরও পড়ুন: Canning: কালিয়াচকের পর ক্যানিং! ফের সালিশি সভায় মহিলাকে নির্যাতন...
এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। রঘুনাথবাড়ি স্টেশনে নেমে রেললাইন ধরেই বাড়ির দিকে হাঁটছিলেন ওই ৩ ফলবিক্রেতা। কখনও যে ট্রেন চলে এসেছে, খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান দু'জন। গুরুতর আহত হন আর একজন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)